সৌদি আরবের কোম্পানি নাম ২০২৫

সৌদি আরবের কোম্পানি নাম এবং বিভিন্ন সেক্টর অনুযায়ী কোম্পানির নামের তালিকা, এই আর্টিকেলটির মাধ্যমে জানতে পারবেন। আপনারা যারা কোম্পানি ভিসা নিয়ে সৌদি আরবে যেতে চাচ্ছেন। সেই কোম্পানির নামের তালিকা সম্পর্কে এই পোস্টে নিচে জেনে নিতে পারেন।
সৌদি আরবের বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। দেশটির কোম্পানির নাম, কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত, যেতে কত টাকা লাগে সে সম্পর্কে জানা প্রতিটি প্রবাসগামী মানুষের জন্য জরুরী। বিস্তারিত জানতে নিচে পড়তে পারেন।

পোস্ট সূচীপত্রঃ সৌদি আরবের কোম্পানি নাম ২০২৫ জানতে পড়ুন

সৌদি আরবের কোম্পানি নাম ২০২৫

সৌদি আরবের কোম্পানি নাম, জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আশা করি সহজেই জানতে পারবেন। সৌদি আরবে সাধারণত বিভিন্ন ক্যাটাগরির কোম্পানি রয়েছে। আপনারা যারা কোম্পানি ভিসা নিয়ে সৌদি আরবে যেতে চাচ্ছেন, 

সেক্ষেত্রে কোম্পানির নামের তালিকা সেক্টর অনুযায়ী জেনে রাখা উচিত। তাহলে বোঝার ক্ষেত্রে অনেকটাই সহজ হবে।  আজকে আমরা আপনাদেরকে জানানোর চেেষ্টা করবো  সৌদি আরবের কোম্পানির নাম এবং সেক্টর অনুযায়ী কোম্পানির নামের তালিকা সম্পর্কে। উল্লেখ করে দেওয়া হলো।

সৌদি আরবের কোম্পানি ভিসা খরচ কত ২০২৫

সৌদি আরবের কোম্পানি ভিসা বর্তমানে অনেক চাহিদা রয়েছে। আপনি যদি সৌদি আরবে অর্জিনাল ভিসা নিয়ে যেতে পারেন,তাহলে এই সুযোগ-সুবিধার পরিমাণ বেশি পাবেন। কিন্তু দেখা যায় যে, দালাল বা প্রতারকরা সাপ্লাই কোম্পানির ভিসা দিয়ে থাকে। এই ভিসাতে আপনি যদি সৌদিতে যান, তবে আপনাকে ধাপে  ধাপে বিভিন্ন রকম সমস্যার  সম্মুখীন হতে হবে। 

সেজন্য চেষ্টা করবেন  সৌদি আরবের অর্জিনাল কোম্পানি ভিসা নিয়ে যাওয়ার জন্য। এজন্য সৌদিতে যাওয়ার পূর্বেই আপনার ভিসাটি চেক করে নিতে পারেন। বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে কোম্পানি ভিসার দাম হযে থাকে প্রায় ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত। তবে আপনি যদি বিশ্বস্ত কোনো এজেন্সি কিংবা পরিচিত কোনো ব্যাক্তির মাধ্যমে যেতে পারেন তাহলে খরচের পরিমাণটা কম হতে পারে। সৌদি আরবের কোন ভিসা ভালো জানতে পড়ুন।   

কোম্পানি ভিসাতে যেতে কি কি কাগজপত্র লাগে 

সৌদি আরবে কোম্পানি ভিসাতে যেতে চাইলে আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, যেগুলো ছাড়া আপনি ভিসা আবেদন সম্পন্ন করতে পারবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কোম্পানি ভিসার জন্য কি কি কাগজপত্রগুলো লাগবে সে সম্পর্কে।
 
  • আপনার বৈধ পাসপোর্ট (কমপক্ষে এক বছর মেয়াদ)
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 
  • করোনা টিকা সনদ 
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট 
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট  
  • আপনার জাতীয় পরিচয়পত্র কপি
  • আপনার সোদি ভিসা 
  • এবং অন্যান্য সহায়ক কাগজপত্রগুলো 
আপনি যদি সৌদি আরবে কোম্পানি ভিসাতে যেতে চান তবে উপরে উল্লেখিত কাগজপত্রগুলো অবশ্যই লাগবে। তাই ভিসা আবেদন করার পূর্বেই কাগজপত্রগুলো সংগ্রহ করে রেখে দিতে পারেন। কেননা পরবর্তীতে যেন কাগজপত্রগুলো খুঁজতে ঝামেলা পোহাতে না হয় সেজন্য। 

সৌদি আরবের রাজধানীর নাম কি

সৌদি আরবে আপনারা যারা কাজের উদ্দেশ্য কিংবা বিভিন্ন উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে সৌদি আরবের রাজধানীর নাম কি সে সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না। অথচ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দেশটিতে যেতে চাচ্ছেন। তাহলে চলুন এই আর্টিকেলটির মাধ্যমে নিচে জেনে নেওয়া যাক সৌদি আরবের রাজধানীর নাম কি সেই সম্পর্কে। 
  • সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। 

সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের কত টাকা

সৌদি আরবে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন আবার অনেকেই রয়েছেন যারা বসবাস করছেন, যারা সৌদিতে বসবাস করছেন দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে এবং যেসব প্রবাসীরা নতুন যেতে চাচ্ছেন উভয়ের জন্যই সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে জানা জরুরী। তাহলে চলুন আপনাদের জানার সুবিধার্থে নিচে জেনে নেওয়া যাক সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে।
  • সৌদি আরবের ১ টাকা সমান বাংলাদেশের হচ্ছে ৩২.৬৪ টাকা। 

সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা 

সৌদির আরবে বাংলাদেশের অসংখ্য প্রবাসী কাজের উদ্দেশ্যে বসবাস করছেন কিন্তু সময়ের সাথে সাথে টাকার রেট পরিবর্তন হওয়ার ফলে সৌদি আরবেন ১০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা হয় সে সম্পর্কে অনেকেই সঠিক ধারণা রাখেন না। চলুন তাহলে আপনাদের জানার সুবিধার্থে আপডেট তথ্যটি জেনে নেই।
  • সৌদি আরবের ১০০ টাকার সমান বাংলাদেশের হচ্ছে ৩২৬৪ টাকা।     

সৌদি আরবের ১০টি টেলিকমিউনিকেশন কোম্পানির নাম ২০২৫

সৌদি আরবে আপনারা যারা টেলিকমিউনিকেশন কোম্পানিতে যেতে চাচ্ছেন, তাদের অবশ্যই নামগুলো জেনে রাখা প্রয়োজন। কেননা এই নামগুলো যদি জেনে রাখতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক, সৌদি আরবের ১০টি টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর নাম সম্পর্কে। সৌদি আরবের টাকার মান কত জেনে নিতে পারেন।

                                    সৌদি আরবে জনপ্রিয় আইটি কোম্পানি
ক্রমিক নং সৌদি আরবের আইটি কোম্পানির নাম
০১ এসটিসি গ্রুপ (STC Group)
০২ মোবিলি (Mobili)
০৩ জেইন কেএসএ (Zain KSA)
০৪ কেরিম (Careem)
০৫ হারাজ (Haraj)
০৬ নুন (Noon)
০৭ এসটিসি সলুউশন (STC Solution)
০৮ আব্দুল্লাহ আল ওথাইম মার্কেটস (Abdullah al Othaim markets)
০৯ সৌদি টেলিকম কম্পানি (saudi telecom Company STC )
১০ এলম (Alm)

সৌদি আরবে আইটি কোম্পানিতে কি কি কাজ করা হয়

সৌদি আরবে আইটি কোম্পানিগুলোতে যেসব কাজ করা হয়,আপনাদের জানার সুবিধার্থে সে সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হলো। আপনাদের জানা থাকলে উপকৃত হতে পারেন।

ক্রমিক নং সৌদি আরবে আইটি কোম্পানিতে যে কাজগলো করা হয়ে থাকে
০১ সফটওয়্যার ডেভেলপমেন্ট
০২ সাইবার সিকিউরিটি
০৩ ওয়েব ডেভেলপমান্ট
০৪ ওয়েবসাইট ডিজাইন
০৫ টেলিকমিউনিকেশন
০৬ ক্লাউড কম্পিউটিং
০৭ অন্যান্য কাজ

সৌদি আরবের ১০টি জনপ্রিয় তেল কোম্পানির নাম ২০২৫

সৌদি আরব দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে তেল। আপনারা যারা কাজের ভিসা নিয়ে সৌদি আরবে যেতে চাচ্ছেন। তবে তেল কোম্পানিরগুলোর নাম জেনে রাখা আপনার জন্য খুবই জরুরী। সৌদি আরবের ১০টি জনপ্রিয় তেল কোম্পানিগুলোর নাম আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করছি। পড়তে থাকুন আশা করি জানতে পারবেন।

                              সৌদি আরবের তেল কোম্পানি নাম
ক্রমিক নং সৌদি আরবের তেল কোম্পানির নাম
০১ সৌদি আরামকো
০২ সৌদি বেসিক ইন্ড্রাস্টিজ কর্পোরেশন
০৩ সৌদি কায়ান
০৪ ইয়ানবু আরামকো সিনোপেক রিফাইনিং কোম্পানি
০৫ লুবরেফ
০৬ আরাবিয়ান পেট্রোকেমিক্যাল কোম্পানি
০৭ সৌদি আরামকো জিডি
০৮ পেট্রো রাবিঘ
০৯ রিলাইন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড
১০ চায়না পেট্রোলিয়াম কর্পোরেশন

সৌদি আরবের ১০টি ভোগ্যপণ্য কোম্পানি

সৌদি আরবের ভোগ্যপণ্য কোম্পানিগুলোতে আপনারা যারা যেতে চাচ্ছেন, অবশ্যই কোম্পানিগুলোর নাম জেনে রাখা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ভোগ্যপণ্য কোম্পানিগুলোর নাম জানার জন্য যারা ইন্টারনেটে সার্চ করে থাকেন। আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।

                         সৌদি আরবের ১০টি ভোগ্যপণ্য কোম্পানি
ক্রমিক নং সৌদি আরবের জনপ্রিয় ভোগ পণ্য কোম্পানির নাম
০১ Savola Group
০২ Almarai Company
০৩ Arabain Food industries
০৪ Al Othaim Holding Group
০৫ National Food Industries Ltd.
০৬ Al Rabie Saudi Foods Company Ltd.
০৭ Unaited Matbouli Group
০৮ Saudia Dairy & Foodstuff Company
০৯ Almunajem Foods Company
১০ Al Sorayai Group

সৌদি আরবের ১০টি মেডিসিন কোম্পানির নাম জানুন

সৌদি আরবে আপনারা যারা মেডিসিন কোম্পানিতে যেতে চাচ্ছেন, অবশ্যই মেডিসিন কোম্পানিগুলোর নাম কি সে সম্পর্কে ধারণা রাখা দরকার। সৌদি মেডিসিন কোম্পানিগুলোর নাম কি, আপনাদের জানার সুবিধার্থে নিচে টেবিলে উল্লেখ করে দেওয়া হলো।

                           সৌদি আরবের ঔষুধ কোম্পানির নাম 
ক্রমিক নং সৌদি আরবের জনপ্রিয় ঔষুধ কোম্পানির নাম
০১ সৌদি ফার্মাসিটিক্যাল ইন্ড্রাস্ট্রিয়াল লিমিটেড
০২ ইবনে সিনা ফার্মাসিটিক্যাল কোম্পানি
০৩ ন্যাশনাল ফার্মাসিটিক্যাল কোম্পানি
০৪ সৌদি এডভান্স ফার্মাসিটিক্যাল কোম্পানি
০৫ তাবুক ফার্মাসিটিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি
০৬ আল রাজি ফার্মাসিটিক্যাল কোম্পানি
০৭ ইউনাইটেড ফার্মাসিটিক্যাল কোম্পানি
০৮ রিম ফার্মাসিটিক্যাল কোম্পানি
০৯ আল মোয়াজাহ ফার্মাসটিক্যাল কোম্পানি
১০ জাফার ফার্মাসিটিক্যাল কোম্পানি

সৌদি আরবের ১০টি কনস্ট্রাকশন কোম্পানির নাম

বাংলাদেশ থেকে প্রতিবছর সৌদি আরবে কনস্ট্রাকশন কাজের জন্য অনেকেই গিয়ে থাকেন। কিন্তু যাওয়ার পূর্বে কনস্ট্রাকশন কোম্পানি গুলোর নাম সম্পর্কে ধারনা রাখেন না। তাই আপনারা যারা নতুন সৌদিতে কনস্ট্রাকশন কাজে যেতে চাচ্ছেন, সৌদি আরবের ১০টি কনস্ট্রাকশন কোম্পানিগুলোর নাম জেনে নিতে পারেন। আপনাদের জানাই সুবিধার্থে নিচে দেওয়া হলো।

                                  সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির নাম
ক্রমিক নং সৌদি আরবের জনপ্রিয় কনস্ট্রাকশন কোম্পানি
০১ বিনলাদিন কন্ট্রাক্টিং গ্রুপ
০২ আল- khodari Group
০৩ সৌদি ওজার কোম্পানি
০৪ ন্যাশনাল কন্ট্রাক্টিং কোম্পানি
০৫ হাজী আব্দুল্লাহ আলিরেজা কোম্পানি
০৬ আল-রাজি কোম্পানি
০৭ আরাবিয়ান কনস্ট্রাকশন কোম্পানি
০৮ সৌদি বিনলাদিন কোম্পানি
০৯ আল- মোতাহেদা কোম্পানি

লেখকের শেষ মন্তব্য - সৌদি আরবের কোম্পানি নাম  সম্পর্কে

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, সৌদি আরবের কোম্পানি নাম এবং সৌদি আরবের কোম্পানির সেক্টর অনুযায়ী নামের তালিকা সম্পর্কে। আপনি সৌদি আরবের যে কোম্পানিতেই যান না কেন, অবশ্যই সেই কোম্পানির নাম এবং নামের তালিকা সম্পর্কে খোঁজখবর নিয়ে যাওয়া উচিত। কেননা এগুলো সম্পর্কে যদি আপনি আগে থেকে ধারনা পান, 

তাহলে আপনার জন্য সুবিধা হবে।বিশেষ করে আপনি যে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, সেই কাজের উপরে যাওয়ার পূর্বে অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে যাবে। দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকের বেতন সব সময় বেশি হয়ে থাকে। এছাড়া সৌদি আরব যেতে কি কি কাগজপত্র লাগে, কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি, 

সৌদি আরব কোন ভিসা ভালো ইত্যাদি সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জেনে যাওয়ার চেষ্টা করবেন। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url