মালয়েশিয়া ভিসার দাম কত ২০২৫ - কোন ভিসা ভালো জেন নিন
মালয়েশিয়া ভিসার দাম কত, আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে
  যেতে চাচ্ছেন, তাদের জন্য জানাটা খুবই জরুরী। কেননা এর ফলে আপনি জানতে পারবেন,
  মালয়েশিয়া যেতে কত টাকা লাগবে সে সম্পর্কে। তাহলে চলুন নিচে জেনে নেওয়া যাক।
মালয়েশিয়া দেশটি বর্তমানে উন্নত দেশের তালিকাতে নাম লিখিয়েছে। দেশটিতে গিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজে, ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। প্রতিবছর বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ কাজের ভিসা নিয়ে গিয়ে থাকেন। তাই জেনে নিতে পারেন মালয়েশিয়া ভিসার দাম কত সে সম্পর্কে।
পোস্ট সূচীপত্রঃ মালয়েশিয়া ভিসার দাম কত জানতে পড়ুন
মালয়েশিয়া ভিসার দাম কত জানুন
  মালয়েশিয়া ভিসার দাম কত, সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে
  সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেল যদি শুরু থেকে শেষ
  পর্যন্ত পড়তে থাকেন, তাহলে আশা করি জানতে পারবেন। মালয়েশিয়া দেশটির সরকার
  সাধারণত বিভিন্ন ধরনের কাজের ভিসা অফার করে থাকেন। উদাহরণ হিসাবে নিচে দেওয়া হলো।
- ওয়ার্ক পারমিট ভিসা
- স্টুডেন্ট ভিসা
- ভিজিট ভিসা ইত্যাদি
  মালয়েশিয়া ভিসা ক্যাটাগরি অনুযায়ী সাধারণত ভিসার দাম অনেকটাই কম বেশি হয়ে থাকে।
  এছাড়া ভিসার মেয়াদও একটি গুরুত্বটা বিষয়। বর্তমানে আপনি যদি মালয়েশিয়া
  সরকারিভাবে যেতে চান, তবে আনুমানিক প্রায় ৮০ হাজার টাকার মতো খরচ হতে পারে।
  মালয়েশিয়াতে ভিসার চাহিদার পরিমাণে বেড়ে যাওয়ার কারণে, ভিসা পেতে বর্তমানে
  কয়েক গুণ 
টাকা বেশি লাগছে। আপনি যদি দালালের মাধ্যমে যান, তাহলে খরচ পরিমাণ আরো বেড়ে যাবে। আপনি যদি কোন
  ভালো এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে যেতে পারেন, (যাওযার আগে কি কি কাগজপত্রগুলো
  লাগে) অবশ্যই জেনে যাওযা উচিত। মালয়েশিয়া কোম্পানি ভিসার দাম ও বেতন কত জেনে নিন। তবে আপনার যে খরচ হতে পারে, ভিসা 
ক্যাটাগরি
  অনুযায়ী সেগুলো আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হলো। মালয়েশিয়া ভিসার দামের সাথে মালয়েশিয়া কোম্পানিগুলোর নাম জেনে নিতে পারেন।
| ক্রমিক নং | ভিসা ক্যাটাগরি | ভিসার দাম (টাকায়) | 
|---|---|---|
| ০১ | ভিজিট/টুরিস্ট ভিসা | প্রায় ১ লক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা | 
| ০২ | স্টুডেন্ট ভিসা | প্রায় ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা | 
| ০৩ | ওয়ার্ক পারমিট ভিসা | প্রায় ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা | 
| ০৪ | কৃষি ভিসা | প্রায় ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা | 
| ০৫ | ফাক্টোরি ভিসা | প্রায় ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা | 
| ০৬ | কোম্পানি ভিসা | প্রায় ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা | 
| ০৭ | ফ্যামিলি ভিসা | প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা | 
| ০৮ | কনফারেন্স ভিসা | প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা | 
| ০৯ | মেডিকেল ভিসা | প্রায় ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা | 
| ১০ | বিজনেস ভিসা | প্রায় ৫ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা | 
মালয়েশিয়া কি কি ভিসা চালু রয়েছে
  মালয়েশিয়া বর্তমানে কি কি ভিসা চালু রয়েছে, সে সম্পর্কে জানতে মালয়েশিয়া
  প্রবাসগামী অনেক ভাই-বোনেরা জানার আগ্রহ প্রকাশ করেছেন। আশা করি পুরো পোস্টটি
  পড়লে সহজেই জানতে পারবেন। বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা নানা রকমের হয়ে থাকে।
  তবে ভিসা ক্যাটাগরি অনুযায়ী দাম আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া
  যাক, 
মালয়েশিয়ায় কি কি ভিসা চালু রয়েছে সে সম্পর্কে। তবে যাওয়ার আগে মালয়েশিয়াতে কোন কাজে বেতন বেশি জেনে নিতে পারেন। 
| ক্রমিক নং | মালয়েশিয়া যেসব ভিসা চালু রয়েছে | 
|---|---|
| ০১ | ভিজিট/টুরিস্ট ভিসা | 
| ০২ | স্টুডেন্ট ভিসা | 
| ০৩ | ওয়ার্ক পারমিট ভিসা | 
| ০৪ | কৃষি ভিসা | 
| ০৫ | ফাক্টোরি ভিসা | 
| ০৬ | কোম্পানি ভিসা | 
| ০৭ | এমপ্লয়মেন্ট ভিসা | 
| ০৮ | এন্ট্রি ভিসা | 
| ০৯ | মেডিকেল ভিসা | 
| ১০ | বিজনেস ভিসা | 
| ১১ | কলিং ভিসা | 
মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
  মালয়েশিয়া যেতে কত টাকা লাগে, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভিসা ক্যাটাগরি,
  ভিসার মেয়াদ এবং কোন মাধ্যমে দেশটিতে যাবেন তার উপরে। মালয়েশিয়াতে যাওয়ার
  খরচের মধ্যে সাধারণত সকল ধরনের খরচ অন্তর্ভুক্ত থেকে থাকে। আপনি যদি মালয়েশিয়া তে
  সরকারিভাবে যেতে পারেন, তাহলে আপনার খরচ হতে পারে আনুমানিক প্রায় ৩ লক্ষ থেকে ৪
  লক্ষ টাকা। 
তবে ক্ষেত্র বিশেষে খরচের পরিমাণটা কিছুটা কম বেশি হতে পারে। যদিও আপনি
  মালয়েশিয়াতে সরকারিভাবে গেলে খরচ হবে ৭৮,৯৯০ টাকা। কিন্তু দেশটিতে আপনি এই খরচে
  যেতে পারবেন না, কেননা মালয়েশিয়াতে কাজের ভিসা চাহিদা বর্তমানে ব্যাপক রয়েছে।
  আপনি চাইলে দালালের মাধ্যমে মালয়েশিয়াতে কম খরচে যেতে পারবেন। তবে আপনি যদি এই
  মাধ্যমে যেতে চান, 
  তাহলে অবৈধ প্রবাসী হিসেবে কাজ করতে হবে। এছাড়া দেশটিতে যাওয়ায় আপনার জীবনের
  ঝুঁকি বিদ্যমান থাকবে। আপনি যদি দালালের মাধ্যমে মালয়েশিয়া দেশটিতে যান, তাহলে
  আপনার খরচ হতে পারে আনুমানিক প্রায় ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত। অবৈধ পথকে
  আমরা সবসময় নিরুৎসাহিত করে থাকি। তাই আপনি যদি সরকারিভাবে যেতে নাও পারেন, 
  তাহলে মালয়েশিয়া অনুমোদিত কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধভাবে দেশটিতে
  যেতে পারেন। এতে আপনার মালয়েশিয়া যাওয়ার খরচ হতে পারে আনুমানিক প্রায় ৩ লক্ষ
  টাকা ৫ লক্ষ টাকা পর্যন্ত। তবে ভিসার পার্থক্য অনুযায়ী আপনার খরচের পরিমাণের
  তারতম্য হতে পারে। বাংলাদেশ থেকে সরকারিভাবে মালয়েশিয়া যাওযার উপায় জানুন।
মালয়েশিয়া কাজের ভিসা পেতে কি কি কাগজপত্র লাগে
  মালয়েশিয়া কাজের ভিসা পেতে কি কি কাগজপত্রগুলো লাগে, সেগুলো সম্পর্কে অনেকেই
  জানতে চান। তাই আপনাদের জানার সুবিধার্থে, নিচে উল্লেখ করে দেওয়া হলো। আশা করি
  মনোযোগ সহকারে পড়লে জানতে বা বুঝতে পারবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
- আপনার বৈধ পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে দুই বছর থাকতে হবে)
- আপনার জাতীয় পরিচয়পত্রের ফটো কপি
- আপনার বয়স সীমা ২২ থেকে ৪০ বছর পর্যন্ত
- সাদা ব্যাকগ্রাউন্ড এর পাসপোর্ট সাইজের ছবি
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- পুলিশ ক্লিয়ার এন্ড সার্টিফিকেট
- করোনা টিকা কার্ডের সনদ
- আপনার ভিসা আবেদন ফরম
  উপরে উল্লেখিত কাগজপত্রগুলো মালয়েশিয়া কাজের ভিসার ক্ষেত্রে আবশ্যিক প্রয়োজন
  পড়বে। এসব কাগজপত্রগুলি যদি আপনি না থাকে, তাহলে মালয়েশিয়ার ভিসার জন্য আবেদন
  করতে পারবেন না। তাই ভিসা করার পূর্বে কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখার চেষ্টা
  করবেন। মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি জানুন।
মালয়েশিয়ায় কোন ভিসা ভালো জেনে নিন
  মালয়েশিয়া কোন ভিসা ভালো, সে সম্পর্কে জানা প্রতিটি মালয়েশিয়ান প্রবাসগামী
  মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন, মালয়েশিয়া কোন
  ভিসা ভালো সে সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে আপনি আগে প্রস্তুতি নিয়ে সেই কাজের
  উপরে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন সেটা
  হলো, 
  পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই দক্ষতা এবং অভিজ্ঞতাকে মূল্যায়ন করে থাকে।
  মালয়েশিয়াতে আপনি বিভিন্ন ধরনের কাজের ভিসা নিয়ে যেতে পারবেন। এগুলোর মধ্যেও
  রয়েছে
- কোম্পানি ভিসা
- এজেন্ট ভিসা
- ফ্রি ভিসা
  তবে উপরোক্ত সকল ভিসার ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা রয়েছে। মালয়েশিয়া কোম্পানি
  ভিসার ক্ষেত্রে সুযোগ সুবিধা গুলো বেশি থাকে। তবে এখানে একটা বিষয়ে অসুবিধা
  রয়েছে সেটা হলো, কিছু কোম্পানি সাধারণত খারাপ হয়ে থাকে, যার ফলে আপনাকে অসুবিধা
  সম্মুখীন হতে হবে। তবে এক্ষেত্রে মালয়েশিয়া কলিং ভিসাটা আপনার জন্য ভালো হতে
  পারে। 
এ ভিসা সম্পর্কে আপনি আরো বিস্তারিত নিচে জানতে পারবেন।আপনি যদি মালয়েশিয়া কোম্পানি ভিসা পান, তাহলে সকল ধরনের খরচ আপনার কোম্পানি বহন
  করবে। আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে মালয়েশিয়া গিয়ে থাকা খাওয়া এবং
  বাড়িতে আসার টিকিট পর্যন্ত কোম্পানি দিয়ে থাকবে। তবে কিছু কিছু কোম্পানি
  রয়েছে, এসব সুবিধাগুলো সাধারণত 
দিয়ে থাকে না। প্রয়োজনে আপনি (মালয়েশিয়ান
  কোম্পানির গুলোর নাম) জেনে নিতে পারেন।এছাড়া আপনি মালয়েশিয়া বেতন কত সম্পর্কে
  জানতে পারেন। মালয়েশিয়াতে বেসিক বেতন কত জেনে নিতে পারেন।
ভিসা নির্বাচন করার সময় যে বিষয়গুলো বিবেচনা করবেন
- আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা
- আপনার কাজের ধরন
- আপনার কোম্পানির নিয়োগকর্তা
- আপনার থাকার সময়কাল
- আপনার বেতন কেমন
- অন্যান্য সুযোগ সুবিধাগুলো ইত্যাদি।
মালয়েশিয়া যেতে কত বছর বয়স লাগে
  মালয়েশিয়া যেতে কত বছর বয়স প্রযোজন হয়, সে বিষয়ে প্রবাসীগামীদের ভাই- বোনদের জন্য জানা খুবই জরুরী।  মালয়েশিয়া দেশের আইন অনুযায়ী যে কোন কাজের জন্য কর্মীর
  সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ বছর। বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসাতে যেতে বয়স লাগে
  ২২ থেকে ৪০ বছর পর্যন্ত। কিন্তু মালযেশিয়ার সকল কোম্পানিই কলিং ভিসার দেওয়ার 
 ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছর পর্যন্ত এলাউ করে থাকে না।মালয়েশিয়াতে শুধুমাত্র কৃষি কাজের ভিসাগুলোতে ১০ থেকে ৪০ বছর পর্যন্ত নিয়োগ
  দিয়ে থাকেন।আপনি যদি ইলেকট্রিক্যাল কাজের উদ্দেশ্যে মালয়েশিয়াতে যেতে চান, তবে
  আপনার বয়স লাগবে ২২ থেকে ২৫ বছর। এছাড়া আপনার বয়স যদি ২২ থেকে ২৫ এর ভিতরে হয়ে
  থাকে, তাহলে 
ইলেকট্রিকাল কাজের উপরে দক্ষতা নিয়ে আপনি মালয়েশিয়াতে যেতে পারেন।
  কেননা মালয়েশিয়াতে এই কাজের ব্যাপক চাহিদা রয়েছে এবং বেতনের পরিমাণও বেশি।
লেখকের শেষ মন্তব্য - মালয়েশিয়া ভিসার দাম কত সে সম্পর্কে
  উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, মালয়েশিয়া কি কি ভিসা চালু রয়েছে,
  মালয়েশিয়া ভিসার দাম কত, মালয়েশিয়া যেতে খরচ কেমন হয়, মালয়েশিয়া কোন ভিসা
  ভালো এবং মালযেশিয়া যেতে কত বছর বয়স লাগে ইত্যাদি সম্পর্কে। প্রিয় পাঠক, আপনারা
  যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন, তবে যাওয়ার আগে অবশ্যই মালয়েশিয়া কোন ভিসা ভালো
  সে বিষয় 
  সম্পর্কে ভালোভাবে তথ্য নিয়ে যাবেন। কেননা অনেক দালাল বা প্রতারক রয়েছেন যারা
  সহজ সরল মানুষদেরকে প্রতারিত করে নিঃস্ব করে দিয়ে থাকেন। এবং যে কাজের উদ্দেশ্যে
  যাবেন, সে কাজের উপরে অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে যাবেন। আশা করি পুরো
  আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে এবং যাওয়ার উপায় জানতে পড়ুন।

 
.webp) 
.webp) 
.webp) 
 
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url