ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন বাংলাদেশ ২০২৫
বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন অথচ কিভাবে ফিঙ্গারপ্রিন্ট চেক করবেন
সে সম্পর্কে বুঝতে পারছেন না? তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। তাহলে
চলুন নিচে জেনে নেওয়া যাক ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন বাংলাদেশ কিভাবে ঘরে বসেই
করতে পারবেন সে সম্পর্কে।
কাজের উদ্দেশ্যে আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই আপনাদের BMET CARD করতে
হবে। সেক্ষেত্রে আপনারা যারা BMET CARD এর জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন মাত্র
দুই মিনিটে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই চেক করতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন বাংলাদেশ ২০২৫ জানতে পড়ুন
ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন বাংলাদেশ ২০২৫
ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন বাংলাদেশ সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ
গুগলে অনুসন্ধান করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে এই আর্টিকেলটি শুরু
থেকে শেষ পর্যন্ত আপনি যদি মনোযোগ সহকারে পড়েন, আশা করি ঘরে বসেই কিভাবে
ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন বাংলাদেশ সম্পর্কে সহজেই বুঝতে পারবেন। তাহলে চলুন
ঘুরে বসেই কিভাবে ফিঙ্গারপ্রিন্ট চেক করা যায় সে সম্পর্কে নিজে জেনে নেই।
- অনলাইনের মাধ্যমে BMET চেক করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে প্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে।
- এবার গুগল সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে Fingerprint check online Bangladesh লিখে।
- গুগল সার্চ বারে প্রথম পেজে থাকা Bio-Finger Enrollment Validation লিংকে ক্লিক করে দিতে হবে।
- এরপর আপনাকে BMET Fingerprint check করার যে ওয়েবসাইট রয়েছে সেটিতে নিয়ে যাবে। আপনি যদি সরাসরি ওয়েবসাইট ভিজিট করতে চান তবে এই লিংকে যেতে পারেন।
- এরপর আপনার ১৫ ডিজিটের যে Employee Registration Number রয়েছে সেটি লিখে সাদা ফাঁকা ইসকে নিয়ে ক্লিক করলেই আপনার ছবিসহ ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট চেক করতে পারবেন।
ফিঙ্গারপ্রিন্ট চেক করার উপায় ২০২৫
বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার জন্য অসংখ্য প্রবাসগামী ভাই ও বোনেরা রয়েছেন যারা
ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তারা খুব সহজেই ছবিসহ ফিঙ্গারপ্রিন্ট চেক করার স্ট্যাটাস
চেক করতে পারবেন। আপনার BMET ফিঙ্গারপ্রিন্ট চেক করার জন্য ভিজিট করতে হবে
এই ওয়েবসাইটটিতে। তারপর আপনাকে ১৫ ডিজিটের
Employee Registration Number লিখে সাদা ফাঁকা স্থানটিতে ক্লিক করলে
ফিঙ্গারপ্রিন্ট সহজেই চেক করতে পারবেন।
লেখকের শেষ মন্তব্য
আপনারা যারা ফিঙ্গারপ্রিন্ট চেক করতে চাচ্ছিলেন কিন্তু জানতেন না আশা করি এই
আর্টিকেলটির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন বাংলাদেশ এবং বিদেশে যাওয়ার জন্য
যেভাবে ফিঙ্গারপ্রিন্ট চেক করবেন সে সম্পর্কে সহজেই বুঝতে পেরেছেন। এি আর্টিকেলটি
পড়ে যদি উপকৃত হয়ে থাকেন কিংবা কোন প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে
জানাতে ভুলবেন না।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url