আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রেকে প্রায় অধিকাংশ মানুষ আমেরিকা হিসাবে চিনে থাকেন। দেশটির ইংরেজি নাম হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যাকে সংক্ষেপে USA বলা হয়। এছাড়াও ১টি যুক্তরাষ্ট্রীয় জেলা, ৫টি টেরিটরি এবং কিছু দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত যা প্রায় অনেকেেই জানেন না বিস্তারিত জানতে নিচে পড়ুন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য সম্পর্কে প্রায় সকলেই জানেন তবে প্রতিটি অঙ্গরাজ্যর পৃথক পৃথক নাম রয়েছে যেগুলোকে সাধারণত বলা হয়ে থাকে নিকনেম বা ডাকনাম।শুধু তাই নয় জাতীয় পতাকা ছাড়াও প্রতিটি স্টেটের জাতীয় পতাকা বাদেও বড় শহরগুলোর পৃথক পতাকা রয়েছে। যা নিচে জেনে নিতে পারবেন।

পোস্ট সূচীপত্রঃ আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ২০২৫ জানতে পড়ুন

আমেরিকা পরিচিতি

আমেরিকার নাম শোনেনি এমন মানুষ পাওয়া যাবে না। বর্তমানে বিশ্বের শক্তিশালী ক্ষমতাধর একটি দেশ। আমেরিকা দেশটির রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্য ৫০টি থাকলেও পূর্বে আমেরিকার অঙ্গরাজ্য ৪৮টি পরবর্তীতে আরো দুটি যুক্ত হয়ে মোট ৫০টি অঙ্গরাজ্য হয়েছে। পরবর্তীতে যে দুটি অঙ্গরাজ্য যুক্ত হয়েছে সে সম্পর্কে অনেকেই জানেন না। তাহলে চলুন অঙ্গরাজ্য দুটি সম্পর্কে নীচে জেনে নেই।

  • হাওয়াই
  • আলাস্কা
মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুটি অঙ্গরাজ্য যুক্ত হয়েছিল ১৯৫৯ সালে। অর্থাৎ আমেরিকা ১৯৭৬ সালে স্বাধীনতা লাভ করার পর থেকে ১৯৫৯ সালে মোট ৫০টি অঙ্গেরাজ্য অন্তর্ভুক্ত হয়েছে। আমেরিকার ৫০টি অঙ্গরাজ্য সম্পর্কে আপনারা যারা জানেন না এই আর্টিকেলটির মাধ্যমে সহজেই নিচে জেনে নিতে পারেন। আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম জানুন।

আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ২০২৫

আমেরিকার অঙ্গরাজ্য কয়টি সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে অনুসন্ধান করে থাকেন। তাই আপনাদের জানাই সুবিধার্থে আজকের এই আর্টিকেলটির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে আশা করি জেনে নিতে পারবেন। আমেরিকার অঙ্গরাজ্য কয়টি সে সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে শুরু করে 

বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাসহ আন্তর্জাতিক পাঠ্য বই পর্যন্ত এমনকি সরকারি চাকরির বিভিন্ন প্রিলিমিনারিতে করা হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি সে সম্পর্কে অনেকেই জানলেও কিছু কিছু মানুষ জানেন না। তারা অবশ্যই আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে পারেন। আমেরিকার অঙ্গরাজ্য ৫০টি আপনাদের জানার সুবিধার্থে নিচে সেই নামের তালিকা গুলো উল্লেখ করে দেওয়া হচ্ছে।

আমেরিকার রাজ্যগুলোর নাম ২০২৫

আমেরিকার রাজ্যগুলোর নাম কি সে সম্পর্কে প্রায় অনেকেই অনলাইনের মাধ্যমে ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লেই আশা করি আমেরিকার অঙ্গরাজ্য কয়টি এবং রাজ্যগুলোর নাম সম্পর্কে জেনে নিতে পারবেন। আমেরিকার ৫০টি অঙ্গরাজ্য থাকলেও প্রতিটি স্টেটের কিছু নিকনেম বা ডাকনাম রয়েছে। 

সেগুলো সম্পর্কে প্রায় অনেকেই জানেন না যা এই পোষ্টের মাধ্যমে নিচে জেনে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আমেরিকায় ৫০টি অঙ্গরাজ্য সম্পর্কে নিচে জেনে নেই।

  1. আরকানসাস - ন্যাচারাল স্টেট
  2. ক্যালিফোর্নিয়া - গোল্ডেন স্ট্রিট
  3. কলোরাডো - সেন্টিনিয়াল স্টেট
  4. কানেকটিকাট - নাটমেগ স্টেট
  5. ডেলাওয়ার - ফাস্ট স্টেট
  6. ফ্লোরিডা - সানশাইন স্টেট
  7. জর্জিয়া - পিচ স্টেট
  8. হাওয়াই - অ্যালোহা স্টেট
  9. আইডাহো - জেম স্টেট
  10. ইলিনয় - প্রেইরি স্টেট
  11. ইন্ডিয়ানা - হোসিয়ার স্টেট
  12. আইওয়া - কর্ন স্টেট
  13. ক্যানসাস - সানফ্লাওয়ার স্টেট
  14. কেন্টাকি - ব্লুগ্রাস স্টেট
  15. লুইজিয়ানা - পেলিকান স্টেট
  16. মেইন - পাইন টি স্টেট
  17. মেরিল্যান্ড - ফ্রি স্টেট
  18. ম্যাসাচ্যুসেটস - বে স্টেট
  19. মিশিগান - ওলভারিন স্টেট
  20. মিনেসোটা - নর্থ স্টার স্টেট
  21. মিসিসিসি - নর্থ স্টার স্টেট
  22. মিজৌরি - শো মি স্টেট
  23. মন্টানা - ট্রেজার স্টেট
  24. নেব্রাস্কা - বিফ স্টেট
  25. নেভাদা - সিলভার স্টেট
  26. নিউ হ্যাম্পশায়ার - গ্রানাইট স্টেট
  27. নিউ জার্সি - গার্ডেন স্টেট
  28. নিউ মেক্সিকো - সানশাইন স্টেট
  29. নিউইয়র্ক - অ্যাম্পায়ার স্টেট
  30. নর্থ ক্যারোলিনা - টার হিল স্টেট
  31. নর্থ ডাকোটা - ফ্লিকারটেইল স্টেট
  32. ওহাইয়ো - বায়েয়ি স্টেট
  33. ওকলাহোমা - সুনার স্টেট
  34. ওরিগন - বিভার স্টেট
  35. পেনসিলভেনিয়া - কিস্টোন স্টেট
  36. রোড আইল্যান্ড - ওশ্যান স্টেট
  37. সাউথ ক্যারোলিনা - পামেটো স্টেট
  38. সাউথ ডাকোটা - দ্যা মাউন্ট রাশমোর স্টেট
  39. টেনেসি - ভান্টিয়ার স্টেট
  40. টেক্সাস - লোন স্টার স্টেট
  41. ইউতাহ - বিহাইব স্টেট
  42. ভারমন্ড - গ্রিন মাউনটেইন স্টেট
  43. ভার্জিনিয়া - মাদার অফ প্রেসিডেন্টস
  44. ওয়াশিংটন - এভারগ্রিন স্টেট
  45. ওয়েস্ট ভার্জিনিয়া - মাউন্টেইন স্টেট
  46. উইজকনসিস - বেজার স্টেট
  47. ওয়োমিং - ইক্যুয়ালিটি স্টেট
  48. অ্যারিজোনা - গ্র্যান্ড ক্যানিয়ন স্টেট
  49. আলাবামা - দ্য হার্ট অফ ডিক্সি
  50. আলাস্কা - দ্য লাস্ট ফ্রন্টিয়ার

মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয় কেন ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয় কেন এটার তথ্য প্রায় বেশিরভাগ মানুষও জানেন না। যার ফলে অনলাইনে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে খোঁজাখুশি করে থাকেন। আশা করি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কেন বলা হয়ে থাকে সে সম্পর্কে জেনে নিতে পারবেন। ১৯৪০ সালের আগে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ পায়নি। 

তবে ১৯৭৬ সালের পরবর্তীতে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে স্বাধীনতা লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়ে থাকে। যা বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম।

আমেরিকার রাজধানীর নাম কি?

আমেরিকার রাজধানীর নাম কি, প্রায় বেশিরভাগ মানুষ নাম জানলেও তবে কিছু কিছু মানুষ রয়েছেন নাম সম্পর্কে ধারণা রাখেন না। যেসব ভাই ও বোনেনা আমেরিকার রাজধানীর নাম কি? জানেন না কিংবা যেসব ছাত্র ছাত্রী এমনকি চাকরি প্রত্যাশি ভাই ও বোনেরা জানেন না, তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে পারেন। বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম জানুন।  

  • আমেরিকার রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি।

বাংলাদেশ ও আমেরিকা সময়ের পার্থক্য ২০২৫

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে সময়ের কিছুটা পার্থক্য রয়েছে যেগুলো সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না। চলুন আজকের এই আর্টিকেলটির মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকার মাঝে সময়ের যে ব্যবধান রয়েছে সে সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক। আমেরিকার মাথামিছু আয় কত জানুন।

১.ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (EST) - বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (BST) পার্থক্য জানুনঃ

  • বাংলাদেশ EST সময় অঞ্চল থেকে ১১ ঘন্টা এগিয়ে থাকে।
  • উদাহরণস্বরুপ জেনে নিনঃ নিউইয়র্কে যখন সকাল ৮ টা বাজে তখন ঢাকাতে রাত ৭ টা বাজে।

২.সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম (CST) - বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (BST) পার্থক্য দেখুনঃ

  • বাংলাদেশ সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম থেকে ১২ ঘন্টা এগিয়ে।
  • উদাহরণস্বরূপ জেনে নিনঃ শিকাগোতে যখন যখন রাত ৮ টা বাজে ঢাকাতে তখন রাত ৮ টা বাজে।

৩.মাউন্টেন স্ট্যান্ডার্ড টাইম (MST) - বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (BST) পার্থক্য জানুনঃ

  • বাংলাদেশ MST সময় অঞ্চল থেকে ১৩ ঘণ্টায় এগিয়ে থাকে।
  • উদাহরণস্বরূপঃ ডেনভারে যখন সকাল ৮ টা বাজে তখন ঢাকাতে রাত ৯ টা বাজে।

৪. প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম (PST) - বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (BST) পার্থক্যঃ

  • বাংলাদেশ PST সময় অঞ্চল থেকে ১৪ ঘন্টা এগিয়ে রয়েছে। 

৫.আলাস্কা স্ট্যান্ডার্ড টাইম (AKST) - বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (BST) পার্থক্য দেখুনঃ

  • বাংলাদেশ AKST সময় অঞ্চল থেকে ১৫ ঘণ্টায় এগিয়ে রয়েছে।
  • উদাহরণস্বরুপঃ আনকোরেজে যখন সকাল ৮ বাজে তখন ঢাকা থেকে রাত ১১ টা বাজে।

৬.হাওয়াই-আলেউটিয়ান স্ট্যান্ডার্ড টাইম (HAST) - বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (BST) পার্থক্য দেখে নিতে পারেন।

  • বাংলাদেশ HAST সময় অঞ্চল থেকে ১৬ ঘণ্টায় এগিয়ে রয়েছে।
  • উদাহরণস্বরূপঃ হাওয়াইতে যখন সকাল ৮ টা বাজে তখন ঢাকাতে রাত ১২ টা বাজে অর্থাৎ পরের দিন।

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা হয়, সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ আগ্রহ প্রকাশ করেন। আপনারা জারা আমেরিকাতে গিয়ে বসবাস করছেন সেক্ষেত্রে দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে রেট সম্পর্কে জানতে হয়। এছাড়াও অনেকেই জানার ইচ্ছে থেকেই জানতে চান। চলুন তাহলে উভয়ের জানার সুবিধার্থে আমেরিকা ১ টাকা বাংলাদেশের কত টাকা হয় সে সম্পর্কে নিচে জেনে নেই। আমেরিকা স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা জেনে নিতে পারেন।

  • আমেরিকার ১ টাকা সমান বাংলাদেশের হচ্ছে ১২১.৭৩ টাকা।

আমেরিকা সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন এবং উত্তর

আমেরিকা সাধারণ জ্ঞান সম্পর্কে অনেক প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো আসে যেগুলো সম্পর্কে জানার জন্য অনেকেই গুগলে সার্চ করে থাকেন। আবার অনেকে আছেন জানার জন্য খোঁজাখুঁজি করে থাকেন। তাহলে চলুন আমেরিকা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।

বাংলাদেশ ও আমেরিকা সময়ের পার্থক্য কত?

  • বাংলাদেশ ও আমেরিকা সময়ের পার্থক্য হচ্ছে ১১ থেকে ১৩ ঘন্টা তবে অঞ্চলভেদে পরিবর্তন হতে পারে।

আমেরিকার টাইমজোন কতটি?

  • আমেরিকার টাইমজোন ৬টি।

আমেরিকা বাংলাদেশের কোন দিকে অবস্থিত?

  • আমেরিকা বাংলাদেশের পশ্চিম দিকে অবস্থিত।

বাংলাদেশে দিন হলে আমেরিকা রাত হয় কেন?

  • বাংলাদেশে দিন হলে আমেরিকা রাত হয় সময়ের পার্থক্যর কারণে।

বাংলাদেশে ও আমেরিকার সময়ের পার্থক্য কি একই থাকে?

  • বাংলাদেশ ও আমেরিকার সময়ের পার্থক্য একই থাকে না।

আমেরিকা বিশ্বের সেরা দেশ কেন?

  • আমেরিকা বিশ্বের সেরা দেশ এজন্য যে অর্থনৈতিক, রাজনৈতিক,শিক্ষা এবং সামরিক শক্তির দিক দিয়ে সবারচেয়ে এগিয়ে।

উত্তর আমেরিকার রাজধানীর নাম কি?

  • উত্তর আমেরিকার রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি।

যুক্তরাষ্ট্র কয়টি দেশ নিয়ে গঠিত?

  • যুক্তরাষ্ট্র ৫০টি স্টেট নিয়ে গঠিত।

লেখকের শেষ মন্তব্য

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা সহজেই জেনে নিতে পারলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকার অঙ্গরাজ্য কয়টি, বাংলাদেশ এবং আমেরিকা সময়ের পার্থক্য কেমন, আমেরিকার টাকার মান কেমন এবং সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পর্কে। আর্টিকেলটি পড়ে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করে দিতে ভুলবেন না। আমেরিকা সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটির সাথে থাকতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url