সুইডেন যেতে কত টাকা লাগে এবং সুইডেনে বেতন কত ২০২৫

সুইডেন যেতে কত টাকা লাগে এবং সুইডেনে বেতন কত, সে সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষ জানতে চান। বাংলাদেশ থেকে বহু মানুষ জীবিকার সন্ধানে সুইডেনে পাড়ি দিতে চায়। কিন্তু  অধিকাংশ মানুষ জানে না কি কি লাগে, খরচের পরিমাণ,আবেদন প্রক্রিয়া এবং বেতন কত সে সম্পর্কে। 
সুইডেন কাজের সুযোগ এবং জীবনযাত্রার উচ্চমান এবং মনোরম পরিবেশের কারণে অনেকেই প্রবাস হিসেবে বেছে নিতে চান। কিন্তু দেশটিতে যেতে খরচ কেমন হতে পারে, সে বিষয় নিয়ে দিধায় পড়েন। আপনাদের সুবিধার্থে সুইডেন যেতে কত টাকা লাগে, কাজের চাহিদা ও বেতন সম্পর্কে নিচে জেনে নিতে পারেন। 

পোস্ট সূচীপত্রঃ সুইডেন যেতে কত টাকা লাগে ২০২৫ জানতে পড়ুন 

সুইডেন ভিসা আবেদন প্রক্রিয়া ২০২৫

বাংলাদেশ থেকে আপনারা সুইডেন যেতে চাচ্ছেন, যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার বৈধ ভিসার প্রয়োজন হবে। সুইডেনে কি উদ্দেশ্যে যাবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে সঠিক ভিসা নির্বাচন করতে হবে। আপনি যদি স্টুডেন্ট হন তবে স্টুডেন্ট ভিসা, পর্যটন হলে টুরিস্ট ভিসা এবং আপনি যদি কাজের উদ্দেশ্যে যেতে চান, তবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে। আপনি কোন উদ্দেশ্য সুইডেন যাবেন, তার উপর ভিসা ক্যাটাগরি সিলেট করার পর, আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে।

সুইডেন ভিসার জন্য যেসব কাগজপত্র লাগে

  1. আপনার ভিসার আবেদনপত্র (অনলাইনে পূরণকৃত)
  2. আপনার পাসপোর্ট (ন্যূনতম ছয় মাস মেয়াদের)
  3. আপনার পাসপোর্ট সাইজের দুটি ছবি
  4. আপনার ভ্রমণ বীমা
  5. থাকার বাসস্থানের প্রমাণ
  6. আপনার ব্যাংক স্টেটমেন্ট
  7. শিক্ষাগত যোগ্যতার সকল প্রমাণপত্র (যদি শিক্ষার্থী হন)
  8. কাজের ছুটির প্রমাণপত্র (যদি চাকুরীজীবী হন)
  9. আপনার কাজের দক্ষতার সার্টিফিকেট
  10. কাজের অফার লেটার (ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে)
  11. আপনার কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
  12. ভাষা দক্ষতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়ে থাকে)
  13. পুলিশ ক্লিয়ারেন্স
  14. মেডিকেল সার্টিফিকেট
উপরোক্ত প্রয়োজনীয় সকল কাগজপত্রগুলো আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কাগজপত্র একই হয়ে থাকে। আপনার যখন যাবতীয় সকল কাগজপত্রগুলো সংগ্রহ হয়ে যাবে।তখন সুইডেনের মাইগ্রেশন ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে।আপনার আবেদনপত্রের 

সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র গুলো সংযুক্ত করে, আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে।এরপর আপনাকে আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলো ঢাকায় অবস্থিত সুইডেনের দূতাবাসে জমা দিতে হবে।সুইডেনের দূতাবাস গুলশান ২ এ রয়েছে । আপনার আবেদনটি সুইডেনের দূতাবাসে যাচাই করবে, তারপর আবেদনটি গ্রহণযোগ্য হলে,আপনাকে

ভিসা দেওয়া হবে। এছাড়া আপনি চাইলে সেনজেন ভিসার আবেদন করতে পারেন কেননা সুইডেন দেশটি ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ।

সুইডেন ওয়ার্ক পারমিট ভিসা ২০২৫

বাংলাদেশ থেকে সুইডেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে প্রায় অধিকাংশ মানুষ যেতে চান কিন্তু ভিসা প্রসেসিং সম্পর্কে তেমন কিছু জানেন না। সেক্ষেত্রে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে যেতে চান, তবে প্রথমে সুইডেনের কোন কোম্পানি থেকে জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। জব অফার লেটারটি পাওয়ার জন্য অবশ্যই 

আপনাকে বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে হবে। চাকরির জন্য কোম্পানি যদি আপনাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন তাহলে জব অফার লেটার দিয়ে দিবে। তারপর আপনি নিজে নিজেই ভিসা প্রসেসিং করতে পারবেন। তবে আপনার যদি বুঝতেই সমস্যা হয়, সেক্ষেত্রে এজেন্সির মাধ্যমে সুইডেন ভিসা প্রসেসিং করতে পারবেন তারা নিজ দাযিত্বে 

ভিসা প্রসেসিং করে দিবে। তবে এজেন্সির মাধ্যমে খরচের পরিমাণ একটু বেশি হয়ে থাকে। তবে কোন এজেন্সিকে ভিসার জন্য অগ্রিম টাকা পরিশোধ করবেন না। 

সুইডেন স্টুডেন্ট ভিসা ২০২৫

বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী সুইডেন স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চায়, তবে বেশিরভাগ শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা সম্পর্কে ধারণা রাখেন না। সুইডেন স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য অবশ্যই সুইডেন কোন বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার পেতে হবে। শিক্ষার্থীরা আর্থিক সক্ষমতা যদি থাকে তাহলে ভর্তির অফার লিটার পাওয়ার পর সহজেই আবেদন করতে পারবেন। 

আর্থিক সক্ষমতা থাকলে স্টুডেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুইডেনে পড়াশোনা করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার পাওয়ার জন্য অবশ্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইমেইল পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আপনাকে যোগ্য মনে করেন তাহলে ভর্তির অফার লেটার দিবে।      

সুইডেন বেতন কত ২০২৫

সুইডেন ইউরোপীয় ইউনিয়নের একটি সেনজেনভুক্ত দেশ। আপনারা যারা কাজের উদ্দেশ্য ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সুইডেনে যেতে চান। তারা অনেকেই ইন্টারনেটে সার্চ করেন, সুইডেনের বেতন কত সে সম্পর্কে জানার জন্য। সুইডেন দেশটিতে অন্যান্য দেশের তুলনায় বেতনের পরিমাণ একটু বেশি হয়ে থাকে। সুইডেন দেশটিতে সাধারণত ঘন্টা ভিত্তিক চুক্তিতে বেতন 

নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু বেতন প্রতি মাসে শেষে দেওয়া হয়। প্রতি সপ্তাহে সাধারণত বেসিক ডিউটি ৪০ ঘণ্টা করতে হয়। ৪০ ঘন্টার উপরে কাজ করলে সেটা ওভারটাইম হিসেবে গণ্য হয়ে থাকে।সুইডেন দেশটিতে শ্রমিকরা গড়ে ৪৮ ঘন্টা কাজ করে থাকেন। সুইডেনে বর্তমানে সর্বনিম্ন বেতন ঘণ্টার প্রতি ১২.২৫ মার্কিন ডলার যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে 

দাঁড়ায় প্রায় ১৩৪৭ টাকার মত। তবে আপনি যদি সুইডেনে যেতে পারেন, তবে আপনি প্রতি মাসে সর্বনিম্ন ২ লক্ষ থেকে ২ লক্ষ ১৫ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। তবে বেশিরভাগ সুইডেন প্রবাসী বাঙালিরা ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে।

সুইডেন কোন কাজের চাহিদা বেশি ২০২৫

দেশ অনুযায়ী বিভিন্ন দেশের কাজের চাহিদা সাধারণত আলাদা আলাদা হয়ে থাকে। একেক দেশের কাজের চাহিদা একেক রকম হয়। কোনো দেশের কাজের চাহিদা বেশি আবার কোনো কোনো দেশে কম। আপনারা যারা সুইডেন যেতে চাচ্ছেন কোন কাজগুলো চাহিদা বেশি সেগুলো জানার জন্য ইন্টারনেটে সার্চ করেন। তাই আপনাদের সুবিধার্থে সুইডেনে কোন কাজগুলোর চাহিদা বেশি সেগুলো নিচে উল্লেক করে দেওয়া হলো।

  • হাউজ কিপিং
  • ক্লিনিং
  • ইলেকট্রিশিয়ান
  • ডেলিভারি ম্যান
  • ওয়েল্ডিং
  • প্লাম্বিং
আপনার যদি কাজের উপর দক্ষতা, অভিজ্ঞতা এবং ভাষার উপরে দক্ষতা থাকে তাহলে উন্নত দেশ সুইডেন খুব সহজে কাজ খুঁজে পাওয়া যাবে। এছাড়াও আপনার অভিজ্ঞতা থাকলে আপনার বেতনের পরিমাণ বেশি পাবেন। তাই অবশ্যই সুইডেন যাওয়ার আগে কোন কাজগুলোর চাহিদা বেশি। সেই কাজগুলোর উপরে আপনি অভিজ্ঞতা অর্জন করে যাবেন। তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি টাকা উপার্জন করে ঘুরে দাঁড়াতে পারবেন। নিচে সুইডেন যেতে কত টাকা লাগে জানুন।

সুইডেন যেতে কত টাকা লাগে ২০২৫

সুইডেনে সবচেয়ে বেশি, পড়াশোনার জন্য শিক্ষার্থীরা যায়। সুইডেন যেতে কত টাকা লাগে সেটা সম্পূর্ণ নির্ভর করবে ভিসা ক্যাটাগরির উপরে। সুইডেনে বর্তমানে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে, যারা সুইডেনে যেতে চায় তাদের খরচ পড়বে, আনুমানিক প্রায় ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা। আপনি যদি নিজে আবেদন না করে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেতে চান,তাহলে

আপনার খরচ পড়তে পারে প্রায় ৮ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সুইডেন যেতে চান, তবে আপনার খরচ হবে প্রায় ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত। তবে আপনি যদি টুরিস্ট ভিসা নিয়ে সুইডেন যেতে পারেন খরচের পরিমাণ কম হবে। বর্তমানে সুইডেন দেশটিতে ভিসা  পাওয়া খুবই কঠিন। বর্তমানে আপনি বাংলাদেশ থেকে 

টুরিস্ট ভিসা নিয়ে যদি সুইডেন যেতে চান তবে আপনার খরচ হতে পারে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা। সুইডেন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত দেশ হওয়াতে ভিসার দাম বেশি হয়ে থাকে। তবে বিভিন্ন এজেন্সি ভেদে ভিসার খরচ কম বেশি হতে পারে।

সুইডেন জব ভিসা ২০২৫

সুইডেনে কাজ করার জন্য আপনাকে একটি কাজের অনুমতি (Work permit) প্রয়োজন পড়বে। সুইডেন জব ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু  শর্তাবলী উল্লেখ করা হলো। 

  • কাজের প্রস্তাবঃ সুইডেনে আপনাকে প্রথমে একটি বৈধ কাজের প্রস্তাব পেতে হবে। আপনার নিয়োগকর্তা সুইডেনে এবং ইউরোপীয় ইউনিয়ন (EU), ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (EEA), এবং সুইজারল্যান্ডে কমপক্ষে ১০ দিন ধরে কাজের বিজ্ঞাপন দিতে হবে।
  • বৈধ পাসপোর্টঃ আপনার অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
  • চুক্তিঃ আপনার কাজের নিয়োগকর্তার সাথে একটি চুক্তি থাকতে হবে। নিয়োগকর্তা শিল্পের প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন ও শর্তাবলী প্রদান করবে।
  • বীমাঃ আপনার কাজের নিয়োগকর্তাকে আপনার স্বাস্থ্য, জীবন কর্মসংস্থান এবং পেনশন বীমা বাধ্যতামূলক প্রদান করতে হবে। 

সুইডেনের ১ টাকা বাংলাদেশের কত টাকা 

বাংলাদেশ থেকে আপনারা যারা সুইডেন কাজের উদ্দেশ্যে কিংবা অন্যান্য উদ্দেশ্যে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে সুইডেনের ১ টাকা বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে জানাটা খুবই জরুরী। কেননা সুইডেনে কর্মরত অসংখ্য বাঙালি রয়েছে যারা দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে হয় সেক্ষেত্রে টাকার মান সম্পর্কে সঠিক তথ্য না জানলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাদের জানাই সুবিধার্থে সুইডেনের ১ টাকা বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।

  • সুইডেনের ১ টাকা সমান বাংলাদেশের হচ্ছে ১১.১৬ টাকা।

বাংলাদেশ থেকে সুইডেনের দূরত্ব 

বাংলাদেশ থেকে সুইডেন অসংখ্য মানুষ যাতায়াত করলেও দূরত্ব কত সে সম্পর্কে ধারণা রাখেন না। অনেকেই রয়েছেন যারা দূরত্ব সম্পর্কে জানতে চান কিন্তু সঠিক তথ্যটি খুঁজে পান না যার ফলে বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে সহজেই বাংলাদেশ থেকে সুইডেনের দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে জেনে নিতে পারবেন।  

  • বাংলাদেশ থেকে সুইডেনের দূরত্ব প্রায় ৬,৭৪৩ কিলোমিটার।এবং মাইল হিসাবে ৪,১৯০ মাইল।

সুইডেন কেমন দেশ 

সুইডেন ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত একটি সুন্দর ও উন্নত দেশ। সুইডেন উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চলে অবস্থিত । সুইডেনের রাজধানীর নাম হলো স্টক হোম যা দেশের বৃহত্তম শহর বলা চলে। সুইডেনের জীবন যাত্রার মান খুবই উন্নত। শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং সামাজিক সুরক্ষা সব দিক দিয়ে উন্নত।  সুইডেন প্রাকৃতিক দৃশ্যর দিক দিয়ে মনোরম। সুইডেনে বন, হৃদ এবং পাহাড় রয়েছে যেগুলো পর্যটকদের আকর্ষণ করে।  সুইডেন প্রিয় দেশ হিসেবে পরিচিত। প্রযুক্তিগত দিক দিয়ে সুইডেন অনেক এগিয়ে রয়েছে। বড় বড় প্রযুক্তি কোম্পানি গুলোর জন্মস্থান  সুইডেনে।

সুইডেন যেতে কত বছর বয়স লাগে

সুইডেনে আপনি যদি ভ্রমণকারী কিংবা শিক্ষার্থী হিসেবে যান তাহলে কোনো বয়সসীমা বাধা নেই। তবে আপনি যদি কাজের ভিসা নিয়ে যেতে চান সেক্ষেত্রে আবেদনকারী ন্যূনতম বয়স হতে হবে ১৯ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর পর্যন্ত। ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে কাজের জন্য নূন্যতম বয়স হচ্ছে ১৮ বছর এবং সর্বোচ্চ কোন বয়সীমা দেওয়া নেই। 

সুইডেনের মুদ্রার নাম কি ২০২৫

আপনারা যারা সুইডেন যেতে চাচ্ছেন কিংবা যারা বসবাস করছেন উভয়ের জন্যই সুইডেনের মুদ্রার নাম কি সে সম্পর্কে জানাটা গুরুত্বপূর্ণ। কেননা সুইডেনে থাকবেন অথচ সুইডেনের মুদ্রার নাম কি সে সম্পর্কে ধারণা রাখবেন না সেটা আপনার জন্য কেমন হয়ে যায় না? বাংলাদেশী মুদ্রার নাম যেমন টাকা তেমনি সুইডেনের মুদ্রার নাম রয়েছে সেটি এই আর্টিকেলটির মাধ্যমে নিচে জেনে নিতে পারবেন।

  • সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা।  

সুইডেন যেতে করনীয় কি ২০২৫

বাংলাদেশ থেকে আপনারা যারা সুইডেন যেতে চাচ্ছেন অবশ্যই অর্থ উপার্জনের জন্য যেতে চাচ্ছেন? সেক্ষেত্রে দেশটিতে যাওয়ার পূর্বে কোন কাজগুলোর চাহিদা বেশি রয়েছে সেগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে। সেই কাজের ওপরে দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতা অর্জন করে যাওয়া উচিত। এছাড়াও দেশটিতে যাওয়ার জন্য আপনাকে সুইডেনের ভাষা শিখে যেতে পারেন। যে কোম্পানিতে যেতে চাচ্ছেন সেই কোম্পানির যাবতীয় তথ্যগুলো খোঁজখবর নিয়ে যাওয়া উচিত। 

সুইডেন সম্পর্কে বিভিন্ন ধরণের প্রশ্ন এবং উত্তর

সুইডেন সম্পর্কে অসংখ্য প্রবাসগামী বিভিন্ন ধরণের প্রশ্ন করে থাকেন। কি কি ধরনের প্রশ্ন করে থাকেন চলুন আপনাদের জানার সুবিধা থেকে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে। 

সুইডেন সর্বনিম্ন বেতন কত?

  • সুইডেন সর্বনিম্ন বেতন হচ্ছে প্রায় ২ লক্ষ টাকা।

সুইডেন সর্বোচ্চ বেতন কত?

  • সুইডেন সর্বোচ্চ বেতন প্রায় ৩ লক্ষ টাকা।

সুইডেনের রাজধানীর নাম কি?

  • সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম।

সুইডেনের আইনসভার নাম কি?

  • সুইডেনের আইনসভার নাম হচ্ছে রিক্সদাগ।

সুইডেন কোন মহাদেশে অবস্থিত?

  • সুইডেন ইউরোপ মহাদেশের অবস্থিত। 

সুইডেন টাকার মান কত?

  • সুইডেনের ১ ক্রোনা সমান বাংলাদেশের ১১.১৬ টাকা।          

লেখকের শেষ মন্তব্য

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে, সুইডেন যেতে কত টাকা লাগে, কোন কাজে চাহিদা ও বেতন বেশি,সুইডেন ভিসার জন্য যেসব কাগজপত্র লাগে , আবেদন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। আপনি যদি সুইডেন যেতে পারেন তাহলে বেশি টাকা ইনকাম করতে 

পারবেন। তবে আপনাকে অবশ্যই কাজের প্রতি অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে যেতে হবে। সুইডেন সব সময় দক্ষ শ্রমিকদেরকে মূল্যায়ন বেশি করে থাকে। তাছাড়া আপনার যদি কোন কাজের উপর দক্ষতা থাকে, তাহলে সে দেশে সহজেই কাজ খুঁজে পাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url