অংক করে টাকা ইনকাম ২০২৫ (সেরা ৫টি অ্যাপস)

অংক করে টাকা ইনকাম করার কথা ভাবছেন কিন্তু কিভাবে করবেন সে সম্পর্কে বুঝতে পারছেন না? তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। কেননা এই আর্টিকেলটির মাধ্যমে অনলাইনে অংক করে টাকা ইনকাম করার সহজ উপায় গুলো সম্পর্কে জেনে নিতে পারবেন।
অনলাইনে অংক করে টাকা ইনকাম করতে প্রায় অধিকাংশ মানুষই চায়, সেক্ষেত্রে আপনারা চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমে শুধুমাত্র বেসিক লেভেলের গনিত জানলেই অর্থাৎ যোগ, বিয়োগ, ভাগ ইত্যাদি খুব সহজেই অংক করে উপার্জন করতে পারবেন। বিস্তারিত নিচে জেনে নিতে পারেন।

পোস্ট সূচীপত্রঃ অংক করে টাকা ইনকাম ২০২৫ চানতে পড়ুন

অনলাইনে অংক করে টাকা ইনকাম করার উপায়

অনলাইনে অংক করে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে অনুসন্ধান করে থাকেন। আপনাদের জানার সুবিধার্থে আজকের এই আর্টিকেলটির মাধ্যমে অনলাইনে অংক করে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জেনে নিতে পারবেন। বর্তমানে অনেক ওয়েবসাইটে কিংবা এই অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে টাকা ইনকাম 

করার সুযোগ দিয়ে থাকে। এই প্রক্রিয়াটি মূলত অনেকটাই কুইজ খেলে টাকা আয় করার মতো। ধরুন আপনাকে গণিতের ছোট ছোট কিছু প্রশ্ন বা গাণিতিক সমস্যা গুলো দেওয়া থাকবে সেসব প্রশ্নের সঠিক উত্তরটি দেওয়ার ফলে অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারবেন।

ওয়েবসাইট বা অ্যাপসগুলো কেন টাকা দেয়?

ওযেবসাইট বা অ্যাপসগুলো এজন্য টাকা দিয়ে থাকেন যে তারা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখিয়ে থাকেন। আর এসব বিজ্ঞাপন দেখার ফলে ক্লিক করলে তাদের অর্থ উপার্জন হয়ে থাকে। একটা বিষয়ে মাথায় রাখা উচিত, যেহেতু তারা ইউজারদের মাধ্যমে টাকা ইনকাম করে থাকেন সেহেতু ইউজারদের কিছু পরিমাণ অর্থ দিয়ে থাকেন। আশা করি ওয়েবসাইট কিংবা অ্যাপস গুলো কেন টাকা দিয়ে থাকে সে সম্পর্কে বুঝতে পেরেছেন।

অংক করে টাকা ইনকাম করার ৫টি apps

অংক করে টাকা ইনকাম করার অ্যাপস সম্পর্কে জানার জন্য প্রায় অনেকেই ইন্টারনেটে খুজাখুঁজি করে থাকেন। আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আশা করি অংক করে ইনকাম করার গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো সম্পর্কে খুব সহজেই জেনে নিতে পারবেন। প্রায অনেক ওয়েবসাইট কিংবা অ্যাপস কোম্পানি রয়েছে যেগুলো অংক করে টাকা ইনকাম করার সুযোগ দিয়ে থাকেন। আপনারা এসব অ্যাপস কিংবা ওয়েবসাইটের মাধ্যমে সহজ গণিত প্রশ্নের উত্তর দিয়ে টাকা উপার্জন করতে পারবেন। চলুন তাহলে অংক করে টাকা ইনকাম করা যায় এমন কয়েকটি অ্যাপস সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক।

1. MathChamp - Games & Rewards - অংক করে টাকা ইনকাম 

MathChamp -Games & Rewards অ্যাপ থেকে অংক করে সহজেই ইনকাম করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ৫ লক্ষর বেশিবার ডাউনলোড করা হয়েছে। ইনকাম করার ক্ষেত্রে আপনাকে অ্যাপটি ইন্সটল করতে হবে এবং গুগল একাউন্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। এখানে আপনারা বেসিক লেভেলের খুবই সহজ গণিতের সমাধান করে টাকা 

ইনকাম করতে পারবেন। আপনার টাকা পয়েন্ট আকারে জমা হবে সেই পয়েন্ট ডলারে পেপাল দিয়ে উত্তোলন করতে পারবেন। তবে এখান থেকে খুব বেশি পরিমাণ ইনকাম করা সম্ভব নয় তবে আপনারা হাত খরচের জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

2.Love Taka - অংক করে টাকা ইনকাম

অনলাইনে ইনকামের বিভিন্ন অ্যাপের নাম শুনলেও এই অ্যাপটির আপনাদের কাছে জনপ্রিয় হতে পারে। কেননা গুগল প্লে স্টোরে এই অ্যাপটি রেটিং পয়েন্ট হচ্ছে ৪.৬। অ্যাপটি এক লক্ষর বেশি বার ডাউনলোড হয়েছে,আপনারা চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন। এর জন্য প্রথমে ডাউনলোড করে নিতে হবে এবং একাউন্টে লগইন করতে হবে। এই অ্যাপের 

এর কাজগুলোর Task পূরণ করার জন্য আপনাকে ভিপিএন চালু করে নিতে হবে এরপর এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এখানে আপনার টাকা পয়েন্ট টাকা পয়েন্ট আকারে জমা হবে তারপর বিকাশ নগদ কিংবা মোবাইল রিচার্জ হিসাবে উত্তোলন করতে পারবেন।

3. Quizys: Play Quiz & Earn Cash অ্যাপ থেকে টাকা ইনকাম যেভাবে করতে পারেন

Quizys: Play Quiz & Earn Cash অ্যাপ থেকে আপনারা চাইলে খুব সহজেই টাকা উপার্জন করতে পারবেন তবে এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অ্যাপটি ১ লক্ষর বেশিবার ডাউনলোড করা হয়েছে এবং রেটিং পয়েন্ট হচ্ছে ৪.৭। এটি হচ্ছে মূলত কুইজ অ্যাপ এখান থেকে কুইজ খেলে ইনকাম করতে পারবেন। এই আ্যাপটির মাধ্যমে অংক করে ইনকাম করার পাশাপাশি জেনারেল নলেজ, 

স্পোর্টস, ফিল্ম ইত্যাদি কুইজ খেলেও সহজে ইনকাম করা যায়। এখান থেকে আপনার উপার্জিত টাকা পেপাল, পেটিএম এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

4. Photomath অ্যাপ থেকে টাকা ইনকা

ইনকামের ক্ষেত্রে Protomath জনপ্রিয় একটি অ্যাপ হতে পারে। Photomath অ্যাপটি মূলত ক্যামেরার ম্যাধমে অংক গুলো স্ক্যান করে সমাধান করে দেখানো হয়ে থাকে। আপনারা চাইলেই এই অ্যাপ থেকে সরাসরি অংক সমাধান করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন না কিন্তু আপনারা যদি গণিত সমাধানে খুবই দক্ষতা সম্পন্ন হন সেক্ষেত্রে Slover Contributer হিসাবে কাজ করে এখান থেকে টাকা ইনকাম করতে পারেন।

5. Maths Cash - Redeem Coupons অ্যাপ থেকে টাকা ইনকাম করার উপায়

Maths Cash - Redeem Coupons এই অ্যাপটি সাধারণত গুগল প্লে স্টোরে নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড করার জন্য আপনাকে সফটোনিকে যেতে হবে। আপনারা ম্যাট স্কিল ভালো করার জন্য ম্যাথ ক্যাশ টাকা প্রদান করবেন। আপনারা এই অ্যাপে ম্যাথ করতেও পারবেন এবং শিখতেও পারবেন, ম্যাথ সমাধান করলে প্রত্যেকটি সমাধানের 

বিনিময়ে টাকা পারেন। এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই ইনকাম করা যায় এবং অ্যাপটির মাধ্যমে যে বিষয়গুলোর উপরে বেশি জোর দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে যোগ বিয়োগ গুন এবং ভাগ।

অংক করে দিনে ৫০০ টাকা ইনকাম যেভাবে করতে পারেন

অংক করে দিনে ৫০০ টাকা কিভাবে ইনকাম করা যায় সে সম্পর্কে অনেকেই জানতে চান আবার অনেকেই বিশ্বাস করেন না বললেই চলে। অংক করে দিনে ৫০০ টাকা ইনকাম করা যায় এমন একটি অ্যাপের নাম আপনাদের জন্য তুলে ধরা হচ্ছে। সেটি হচ্ছে Taka bdt এই আ্যাপটির মাধ্যমে আপনারা শুধুমাত্র অংক করে নয়, আর্টিকেল লিখে এমনকি গেম খেলেও টাকা উপার্জন করতে পারবেন।

অংক করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে

অংক করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে নেওয়া যায় এমন একটি অ্যাপ রয়েছে যেগুলো আপনাদের এই পোস্টের মাধ্যমে জানানোর চেষ্টা করব। যে অ্যাপটির মাধ্যমে বিকাশে পেমেন্ট নিতে পারবেন এমন একটি নতুন অ্যাপ আপনাদের জানার সুবিধার্থে উল্লেখ করে দেওয়া হচ্ছে। অ্যাপটির নাম PMA Cash.

অংক করে টাকা ইনকাম সম্পর্কিত কিছু কথা

উপরে উল্লেখিত যে অ্যাপসগুলো দেখতে পেলেন বা জানতে পারলেন সেগুলো এনালাইসিস করে বের করা হয়েছে। আপনারা চাইলে এখান থেকে অনেক সহজে অংক করে উপার্জন করতে পারবেন তবে অনেক বেশি পরিমাণ ইনকাম করা কখনোই সম্ভব নয়। এছাড়াও কিছু কিছু অ্যাপস রয়েছে কিছুদিন কাজ করার পর বন্ধ হয়ে যায়। আর সেজন্য এইসব প্লাটফর্ম থেকে টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে নিজ দায়িত্বে এগুলি ব্যবহার করা উচিত।

লেখকের শেষ মন্তব্য

আজকের এই পোস্টটির মাধ্যমে খুব সহজেই জানতে পারলে না যে, অংক করে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে। উপরে উল্লেখিত অ্যাপগুলো থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। আশা করি আর্টিকেল ত্রিপুরে উপকৃত হয়েছেন। এ ধরনের আরো সকল তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটির সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url