ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিষ্ট্রেশন করার নিয়ম ২০২৫
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিষ্ট্রেশন করার নিয়ম সম্পর্কে চাচ্ছেন কিন্তু কিভাবে রেজিষ্ট্রেশন করবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের এই আর্টিকেলটি শুধু মাত্র আপনার জন্য। তাহলে চলুন কিভাবে ফ্রী ফায়ার অ্যাডভান্স
সার্ভার রেজিষ্ট্রেশন করা যায় সে সম্পর্কে নিচে জেনে নেই।
ফ্রী ফায়ার গেম সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষ জেনে থাকেন। গেমটি প্রতি দুই মাস
পর পর নতুন নতুন আপডেট নিয়ে অর্থাৎ নতুন পিস্তল,নতুন বান্ডেল এবং নতুন
ক্যারেক্টার ইত্যাদি। আর এসব বিষয়গুলো জানতে আপনাকে জানতে হবে ফ্রী
ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিষ্ট্রেশনের মাধ্যমে।
পোস্ট সূচীপত্রঃ ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিষ্ট্রেশন করার নিয়ম ২০২৫
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিষ্ট্রেশন করার নিয়ম ২০২৫
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিষ্ট্রেশন সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষ জানার জন্য গুগলে সার্চ করে থাকেন বা ইচ্ছে পোষণ করে থাকেন। তাই আপনাদের জানার জন্য আজকের
এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে পারেন কেননা আপনারা ফ্রি ফায়ার
অ্যাডভান্স সার্ভার রেজিষ্ট্রেশন করার নিয়ম সম্পর্কে খুব সহজেই জেনে নিতে পারবেন। বর্তমান
সময়ে ফ্রি
ফায়ার ব্যাটেল রয়েল গেমটি সারা পৃথিবীতে অধিক জনপ্রিয়তা লাভ করেছে। ফ্রী
ফায়ার গেম যারা প্রতিনিয়ত খেলে থাকেন তারা জানেন যে প্রতি দুমাস পর পর গেমটির
আপডেট চলে আসে। সাধারণত গেমটি যেদিন আপডেট হয় সেদিন থেকে কেউ খেলতে পারেন না।
গেমটি আপডেট দেওয়ার মূল কারণ হচ্ছে গেমটি ল্যাগ হয় এছাড়াও ফিক্সিং এর
কারণেও
আপডেট দেওয়া হয়।এছাড়াও আপডেট হওয়ার আরও কারণ রয়েছে নতুন নতুন ক্যারেক্টার এবং
নতুন নতুন বন্দুক এবং নতুন নতুন বান্ডেল। আর এসবের ফলে প্রতিনিয়ত নতুন নতুন
অভিজ্ঞতা পাওয়া যায়। ফ্রী ফায়ার কোম্পানি পরবর্তীতে আপডেট হওয়ার ফলে নতুন নতুন
কি নিয়ে আসবে, সেগুলো জানতে হলে অবশ্যই আপনাকে ফ্রি ফায়ার এডভান্স
সার্ভার
রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আপনাদের জানার সুবিধার্থে ফ্রী ফায়ার অ্যাডভান্স
রেজিস্ট্রেশন কিভাবে করতে পারবেন তার নিয়ম নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার অ্যাপটি ডাউনলোড করতে হবে।
- অ্যাপটি ইন্সটল করার পর রেজিস্ট্রেশন নামক বাটন দেখতে পাবেন।
- রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে একটি ফরম আসবে সেটি পূরণ করতে হবে।
- তারপর আপনাকে প্রশ্ন করা হবে যে, আপনি কি ফ্রী ফায়ার অ্যাডভান্স রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন?
- রেজিষ্ট্রেশন করতে চাইলে অবশ্যই ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
- ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন সফল হওয়ার পরে আপনার ইমেইল এডরেসে একটি মেসেজ চলে আসবে যেখানে লেখা থাকবে আপনার ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিষ্ট্রেশনটি সফল হয়েছে।
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার ২০২৫
ফ্রী ফায়ার গেম যারা প্রতিনিযত খেলে থাকেন তারা জানেন যে এই গেমের ভেতরে রিডিম
টোকেন রয়েছে। আপনারা এই রিডিম টোকেনের মাধ্যমে বিভিন্ন ধরনের গান, ক্যারেক্টকর
কিংবা বান্ডেল কিনতে পারবেন আপনার আইডি থেকে। কিন্তু প্রায় অধিকাংশ মানুষ জানেন না যে, কিভাবে ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভারে একটিভ কোড পাওয়া যায়। তাই আপনাদের জানার জন্য ফ্রী ফায়ার সার্ভার অ্যাডভান্স অ্যাক্টিভ কোড সম্পর্কে
নিচে জেনে নিতে পারেন।
- প্রথমে আপনাকে ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার অ্যাপটি চালু করে নিতে হবে।
- এরপরে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।
- লগইন করার পরে Activation Code নামে একটি অপশন দেখতে পাবেন।
- এখন আপনার একটি অ্যাক্টিভেশন কোড প্রয়োজন হবে যা স্কিনের উপরে দেখতে পাবেন।
- Activatiob Code টি চাইলে কপি করে নোটপ্যাডে রেখে দিতে পারেন।
- এরপর আপনাকে এই Activate বাটনটিতে ক্লিক করতে হবে।
- এখন আপনার সামনে একটি ফর্ম চলে আসবে সেখানে আপনাকে নোটপ্যাডে লিখে রাখা এক্টিভেশন কোডটি লিখতে হবে।
ফ্রী ফায়ার অ্যাডভান্স Activate Code লিস্ট জানুন
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভারের মাধ্যমে আপনারা সব সময় নতুন নতুর কিছু পেতে
পারেন। আর সেজন্য আপনারা ফ্রি ফায়ার গেমটি যারা নিয়মিত খেলে থাকেন, সেক্ষেত্রে
প্রতিটি মানুষ জানেন যে গেমের মাধ্যমে রিডিম কোড দেওয়া হয়ে থাকে। এই কোডটির
মাধ্যমে সাধারণত গেম থেকে ক্যারেক্টার কিংবা গান স্কিন কালেক্ট করা গিয়ে থাকে।
যদিও গেমটি
২ মাস পর পর আপডেট হয়ে থাকে এবং রিডিম কোড পরিবর্তন হয়ে থাকে। আর সেজন্য আপনাদের
প্রয়োজনে অ্যাডভান্স সার্ভার অ্যাক্টিভ কোডগুলো রাখতে পারেন। আপনাদের জানার
সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- 8H0926LUDGFBS00G
- 9F9FMW6MRD0lRUZQ
- OGVUB5S88Ql4F0YH
- PYZYXCC5QGW20QUO
- 0X2MPX60K8EZBBCK
- 2GOT5QSJQl01DDYX
- Y04Z88E04JS28SYK
- 0BLE1VZLPC7AO4Z0
- 8C5MMWWGL0TRNWSA
- MGYPMWO59O4OCEQB
- 2UT140DL1VBGLNSQ
- XEZEYO05JJGOVZ9Z
- JS15VZSSCTZPZPPN
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করার নিয়ম ২০২৫
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চান
কিন্তু কিভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কে জানেন না। আপনাদের জানার সুবিধার্থে
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করার নিয়ম
সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- প্রথমে Garena Free Fire লিঙ্কটিতে প্রবশ করত পারেন।
- এরপরের রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে
- এরপরেই আপনার ফেসবুক, google, twitter কিংবা VK অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করতে হবে।
- এখন আপনার ইমেইল ঠিকানা এবং মোবাইল নাম্বার দিতে হবে।
- এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- আপনার ইমেইলের ঠিকানায় একটি একটিভেশন কোড পাঠানো হবে।
- ফ্রী ফায়ার অ্যাডভান্স অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য এখন আপনাকে "ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার"বাটনে ক্লিক করতে হবে।
- এখন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে।
- তারপরে আপনার ইমেইল ঠিকানা এবং একটিভিশন যে কোড রয়েছে সেটি প্রদান করে লগইন করতে হবে।
- "ইন্টার গেম" অপশনটিতে নিয়ে ক্লিক করে এ গেমটি খেলতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ
- অ্যাডভান্স সার্ভার মূলতরসীমিত সংখ্যাক খেলোদের জন্য উন্মুক্ত থাকে।
- অ্যাযভান্স সার্ভারে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই আপনাকে রেজিস্টেশন করতে হবে এবং একটিভিশন কোড পেতে হবে।
- অ্যাডভান্স সার্ভারে মূলত অগ্রগতি মূল গেম সার্ভারে বহন করা হয়ে থাকে না।
লেখকের শেষ মন্তব্য
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা খুব সহজে জেনে নিতে পেরেছেন যে, ফ্রী ফাযার
অ্যাডভান্স সার্ভার রেজিষ্ট্রেশন করার নিয়ম সম্পর্কে। ফ্রী ফায়ার অ্যাডভান্স
সার্ভার রেজিষ্ট্রেশন করার ফলে যখনই আপডেট আসবে তখনই আপনার ইমেইলে মেসেজ যে চলে
আসবে আর তখন বুঝতে পারবেন গেমটি আপডেট চলছে। এ ধরনের আরো সকল আপডেট তথ্য পেতে
আমাদের ওয়েবসাইট ফলো করে দিতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url