গুগল এডসেন্স থেকে আয় করার উপায় হতভাগা ২০২৫
গুগল এডসেন্স থেকে আয় করার উপায় সম্পর্কে অনেকেই জানতে চান। কিন্তু কিভাবে আয়
করা যায় সে সম্পর্কে অনেকেই জানে না। আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র তাদের জন্য।
তাহলে চরুন গুগল এডসেন্স থেকে কিভাবে ইনকাম করা যায় সে সম্পর্কে নিচে জেনে নেই।
গুগল এডসেন্স হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি খুব সহজেই বিজ্ঞাপন
দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আর এখান থেকে ইনকাম করার জন্য অনেকেই ওয়েবসাইটে
তৈরি করেন। গুগল এডসেন্স থেকে আয় করার উপায় সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক।
পোস্ট সূচীপত্রঃ গুগল এডসেন্স থেকে আয় করার উপায় ২০২৫ জানতে পড়ুন
গুগল এডসেন্স কি জানুন
গুগল এডসেন্স হচ্ছে মূলত বিজ্ঞাপন নেটওয়ার্ক। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের
কোম্পানিগুলো গুগল এডসেন্স এর মাধ্যমে তাদের বিজ্ঞাপন অনলাইনে ছড়িয়ে দিয়ে
থাকেন। বিভিন্ন কোম্পানির গুলো যখন google এডসেন্স কে বিজ্ঞাপন দেখানোর জন্য টাকা
দিয়ে থাকে, তখন গুগল এডসেন্স তার নেটওয়ার্কের থাকা সকল ওয়েবসাইট কিংবা ইউটিউব
চ্যানেলগুলোতে
সেই বিজ্ঞাপন গুলো দেখিয়ে থাকেন। সেক্ষেত্রে ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল
বিজ্ঞাপন গুলো দেখানোর ফলে সেগুলোর মালিক নির্দিষ্ট একটি কমিশন পেয়ে থাকেন। হঠাৎ
আরো সহজ করে যদি বলি গুগল এডসেন্স হচ্ছে এড দেখানোর প্রক্রিয়া।
গুগল এডসেন্সের কাজ কি জেনে নিন
গুগল এডসেন্স কি সে সম্পর্কে আপনারা উপরে ইতিমধ্যে জানতে পেরেছেন। এখন জেনে নিতে
পারেন গুগল এডসেন্স এর কাজ কি সেগুলো সম্পর্কে জানা প্রতিটি ব্লগারদের জন্য
জরুরী। গুগল হচ্ছে মূলত অ্যালফাবেট ইন কর্পোরেশনের অন্তর্ভূক্ত সার্চ ইঞ্জিন। আর
গুগল এডসেন্স হচ্ছে google এ বিজ্ঞাপন প্রদর্শন করার একটি প্রক্রিয়া। গুগল
এডসেন্সের কাজ গুলো কি সেগুলো যদি আমরা খুব সহজে জানি তাহলে বুঝতে পারবেন। তাহলে
চলুন আর দেরি না করে গুগল এডসেন্সের কাজগুলো কি সে সম্পর্কে আমরা নিচে জেনে নেই।
- বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যেগুলো তাদের বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে অর্থ গ্রহণ করে।
- গুগল এডসেন্স সদস্যদের পেজ, youtube চ্যানেল এবং ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে।
- গুগল এডসেন্স নেটওয়ার্কের সদস্যদের কমিশন দিয়ে থাকে।
- গুগল এডসেন্স পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলের ধরন অনুযায়ী বিজ্ঞাপন গুলো প্রদর্শন করে থাকে।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন
প্রায় অধিকাংশ মানুষ রয়েছেন যারা ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন সে সম্পর্কে প্রশ্ন করে থাকেন। আপনারা জেনে
খুশি হবেন যে গুগল এডসেন্স একাউন্ট খোলা খুবই সহজ। তবে অবশ্যই আপনাকে সঠিকভাবে
আসল তথ্যগুলো দিয়ে একাউন্ট খুলতে হবে। গুগলের সবগুলোই মূলত ইমেইল
নির্ভর হয়ে থাকে। আপনারা যারা এডসেন্স একাউন্ট খুলতে চাচ্ছেন সেটাও ইমেল এর
মাধ্যমেই খুলতে হবে। আপনার অর্জিনাল জিমেইল দিয়ে গুগল এডসেন্সে গিয়ে লগইন করে
এডসেন্সের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাবেন
আপনার সামনে একটি ফরম চলে এসেছে। এি ফরমটি সঠিকভাবে পূরণ করে
google এডসেন্স
একাউন্ট এর জন্য আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। কিভাবে গুগল এডসেন্স একাউন্ট
খুলবেন সে সম্পর্কে আপনাদের জানার সুবিধার্থে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- গুগল এডসেন্স ভেরিফিকেশন এর জন্য ২ স্টেপের মাধ্যমে আপনার জিমেইল আইডি দিয়ে গুগল এডসেন্স সাইন আপ এবং লগইন করতে হবে। তবে অবশ্যই আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট হলে।
- একাউন্টটি Individual কিংবা কোম্পানি একাউন্ট হলে আপনাকে Company সিলেক্ট করে দিতে হবে।
- আপনার জাতীয় পরিচয়পত্র নাম এবং আপনার ব্যবহৃত সচল নাম্বার লাগবে।
- আপনার বর্তমান সঠিক ঠিকানাটি দিতে হবে।
- বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার পেজ ইউটিউব কিংবা ওয়েবসাইটে লিংক এড করতে হবে।
- সর্বশেষ অবশ্যই বাংলাদেশের টাইম যেমন সেট করে দিতে হবে।
- সবকিছু ঠিক থাকলে ফরম পূরণ করে সাবমিট করার ১ থেকে ১৫ দিনের ভিতরেই আপনার রেজাল্ট আসবে। আপনার একাউন্টটি গুগল এডসেন্সের জন্য সিলেক্ট হবে কিনা সে সম্পর্কে আপনাকে মেইলের মাধ্যমে জানানো হবে।
গুগল এডসেন্স থেকে আয় করার উপায় ২০২৫
গুগল এডসেন্স থেকে আয় করার উপায় সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষগুলি
অনুসন্ধান করে থাকেন। আপনাদের জানার সুবিধার্থে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে
শেষ পর্যন্ত পড়লে, আশা করি গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সে
সম্পর্কে জেনে নিতে পারবেন। গুগল এডসেন্স থেকে আপনি খুব সহজেই ইনকাম করতে
পারবেন।
আর এই ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে গুগল এডসেন্স একাউন্ট খুলতে হবে। গুগল
এডসেন্স একাউন্টের যে কোড রয়েছে সেটি আপনার ওয়েবসাইটের হেডারের ভেতরে প্রবেশ
করাতে হবে। তাহলেই আপনার ওয়েবসাইটে গুগল এড প্রদর্শন করবে। আর তখন পাবলিশার
হিসাবে গুগল থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনার ওয়েবসাইটের
এডের ক্লিকের উপরে। গুগল থেকে টাকা ইনকাম করার পূর্বে আপনাকে জানতে হবে
EPC এবং CPC কি সে সম্পর্কে। চলুন তাহলে সিপিসি এবং ইপিসি সম্পর্কে
নিচে জেনে নেই।আপনার ওয়েবসাইটটিতে প্রতিটি এডের ক্লিকের খরচের CPC ৬৮ ভাগ
পাবেন পাবলিশার। আপনাদের জানার সুবিধাতে আরো সহজ করে যদি বলি, সেক্ষেত্রে ১ টা
এডের মূল্য যদি এক
টাকা যদি হয় তবে প্রতি এডে পাবলিশার পাবেন ০.৬৮ টাকা। তবে গুগল এডসেন্স থেকে
ইনকাম করার ক্ষেত্রে আপনাকে সৃজনশীল মৌলিক কনটেন্ট ক্রিয়েটর হতে হবে। কেননা গুগল
এডসেন্স মৌলিক কন্টেন্টগুলো আপলোড করে থাকে এবং পাশাপাশি কাজগুলোর উপরে SEO
সম্পর্কে ভালো দক্ষতা জানতে হবে। তাহলে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে ফ্রিতেই
অসংখ্য ট্রাফিক আসছে। আপনার ওয়েবসাইটে যতটা ট্রাফিক আসবে তত এড এ ক্লিক বেশি
পড়বে এবং ইনকাম বেশি হবে।
গুগল এডসেন্স পেমেন্ট যেভাবে পাবেন
গুগল এডসেন্স থেকে আপনি বিজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট একটি সময়ের পর পেমেন্ট
পেতে পারেন। গুগল এডসেন্স থেকে আয় করা অনেকেই শুরু করলেও গুগল এডসেন্স পেমেন্ট
মেথড সম্পর্কে সঠিক তথ্য জানেন না। যা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে খুব সহজেই
জেনে নিতে পারবেন। গুগল এডসেন্স থেকে যদি পেমেন্ট পেতে চান তাহলে
অবশ্যই আপনার একাউন্টে ১০০ ডলার হতে হবে। আপনার ব্যালেন্সে যদি ১০০ ডলার না থাকে
তাহলে পেমেন্ট বলতে পারবেন না। আরে সেজন্য আপনি যখন এডসেন্সের জন্য একাউন্ট
খুলবেন সেক্ষেত্রে সঠিক তথ্য গুলো দিয়ে দিতে হবে। একাউন্ট খোলার সময় ব্যাংক
একাউন্ট নাম্বারটি যোগ করে দিতে পারেন। আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো একটি
ব্যাংক
একাউন্ট নাম্বার হতে পারে সেটা ডাচ বাংলা একাউন্ট কিংবা ইসলামী ব্যাংক একাউন্ট
নাম্বার। আপনার একাউন্টে যখন ১০ ডলার হবে তখন পিন নাম্বারের জন্য আবেদন করতে
পারেন এবং পিন নাম্বারটি আসলে সঠিকভাবে বসিয়ে ভেরিফাই করতে পারেন। প্রতিমাসের
২১-২৬ তারিখের ভিতরে আপনাকে পেমেন্ট করা হবে। পেমেন্টের টাকা পাওয়ার পর ব্যাংকে
তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে আপনার একাউন্টে টাকা চলে যাবে।
গুগল এডসেন্স থেকে কত টাকা ইনকাম করা যায়?
গুগল এডসেন্স থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়।
কেননা google এডসেন্স থেকে ইনকাম কিভাবে হয় ইতিমধ্য আপনারা উপরে জানতে পেরেছেন।
আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলের যত বেশি ট্রাফিক আসবে তত বেশি ইনকাম
হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ওয়েবসাইটের এড ক্লিকে সিপিসি
রেট যদি বেশি থাকে তাহলে আপনার ভালো পরিমাণ ডলার জমা হতে পারে। আসলে কাজ না করলে
বোঝানো কঠিন হয়ে যায় যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। গুগল এডসেন্সের মাধ্যমে
ঘরে বসে লক্ষ লক্ষ টাকা মানুষ আয় করছে। একটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে
ওয়েবসাইটে ট্রাফিকের উপরে আপনার ইনকাম নির্ভর করবে।
এডসেন্স থেকে ভালো ইনকাম করা যায় এমন ৩টি সাইট
গুগল এডসেন্স থেকে উপার্জন করা যায় এমন ৩টি সাইট রয়েছে, যেগুলো সম্পর্কে প্রায়
অধিকাংশ মানুষ ধারণা রাখেন না। যা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে নিচে জেনে নিতে
পারবেন। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক।
- ১টি ব্লগ সাইটের মাধ্যমে
- ১টি ফোরাম সাইটের মাধ্যমে
- ১টি ফ্রি অনলাইন টুলের সাইটের মাধ্যমে
লেখকের শেষ মন্তব্য
সম্মানিত পাঠক আপনারা ইতিমধ্যে উপরে জানতে পারলেন যে, গুগল এডসেন্স থেকে ইনকাম
করার উপায় হতভাগা সম্পর্কে। আমরা যারা google এডসেন্স থেকে ইনকাম করতে
চান অথচ কিভাবে করবেন সম্পর্কে জানবেন না আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আশা করি
বুঝতে পেরেছেন। আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করে দিতে ভুলবেন না।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url