মালয়েশিয়া CIDB কার্ড চেক করার সহজ উপায়

মালয়েশিয়া CIDB কার্ড প্রায় অনেকেই চেক করতে চান, কিন্তু কিভাবে চেক করবেন সে সম্পর্কে জানেন না। কোনো সমস্যা নেই! কেননা মালযেশিয়া CIDB চেক করা কোনো কঠিন কাজ নয়। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে অতি সহজে নিচে জেনে নিতে পারবেন।
আপনার হাতে থাকা স্মার্টফোনটির দ্বারা মালয়েশিয়া CIDB কার্ডটি তৈরি হয়েছে কিনা? কিংবা আপনার কোম্পানির অফিসে এসেছে কিনা? আপনার CIDB কার্ডটির সর্বশেষ অবস্থান কি? যাবতীয় তথ্যগুলো জানতে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন।

পোস্ট সূচীপত্রঃ মালয়েশিয়া CIDB কার্ড চেক সম্পর্কে জানতে পড়ুন

মালয়েশিয়া CIDB কার্ড চেক করার সহজ উপায়

মালয়েশিয়া CIDB চেক করার সহজ উপায় সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাতের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আশা করি মালয়েশিয়া CIDB চেক করার সহজ উপায় সম্পর্কে নিচে জেনে নিতে পারবেন। মালয়েশিয়া CIDB কার্ড চেক, আপনি চাইলে সাধারণত দু'ভাবে চেক করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে চেক করতে পারবেন জেনে নেই।

  1. অ্যাপ ইনস্টল করে
  2. সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে
উপরে উল্লেখিত দুটি মাধ্যমে মালয়েশিয়া CIDB কার্ড চেক করার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।

মালয়েশিয়া CIDB কার্ড চেক অ্যাপ ইনস্টল করে

মালযেশিয়া CIDB কার্ড চেক অ্যাপ ইনস্টল করে কিবাবে চেক করা যায়, সে সম্পর্কে জানার জন্য অনেকেই ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই পোস্টের মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন। চলুন তাহলে নিচে জেনে নেওয়া যাক।

  • প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। তারপর উপরের সার্চবারে গিয়ে Malaysia foreign worker লিখে সার্চ অফশনটিতে গিয়ে ক্লিক করতে হবে।
  • এরপর অ্যাপসটি ইনস্টল করতে হবে।
  • ইনস্টল করা হয়ে গেলে তারপর ওপেন করতে হবে।
  • এরপর আপনি কোন ভাষাতে দেখতে চান অর্থাৎ বাংলাদেশী হলে বাংলা ভাষাটা সিলেক্ট করে দিতে হবে।
  • ভাষাটা সিলেক্ট করা হয়ে গেলে তার "CIDB চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে" সেই অফশনটিতে ক্লিক করতে হবে।
  • তখন আপনি নিচের পেজটি দেখতে পাবেন
  • এই পেজটিতে আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং Submit বাটনে ক্লিক করতে হবে।
মালযেশিয়া CIDB কার্ডটি যাদের তৈরি হয়নি তাদের ক্ষেত্রে Record not found লেখা থাকবে। সেক্ষেত্রে আপনার কার্ডটি যদি হয়ে যায় তখন Expire Date and job category লেখা থাকবে। Status Registration লেখা থাকলে আপনি ধরে নিবেন যে, আপনার কার্ডটি তৈরি হয়ে গেছে। এছাড়া Traking নাম্বার লেখা থাকলে, আপনাকে ভেবে নিতে হবে CIDB কার্ডটি অফিসে চলে গেছে এবং সেখানে অফিসের ঠিকানাটাও দেওয়া থাকবে।

ওয়েবসাইটে প্রবেশ করে মালয়েশিয়া CIDB কার্ড চেক

ওয়েবসাইটে প্রবেশ করে মালয়েশিয়া CIDB কার্ড চেক করার উপায় সম্পর্কে জানার জন্য প্রায় অনেকেই আগ্রহ প্রকাশ করেন। সেক্ষেত্রে আপনি যদি চান, তবে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার মালয়েশিয়া CIDB কার্ডটি সহজেই চেক করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ওয়েবসাইটে ঢুকে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখে দিতে হবে এবং Submit বাটনটিতে 

ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনি মালয়েশিয়া CIDB কার্ডটির যাবতীয় তথ্যগুলো দেখতে পাবেন। ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি চেক করলে আপনার অ্যাপ ইনস্টল করতে হবে না।

সরাসরি CIDB কার্ড চেক করার লিংক

আপনারা যারা মালয়েশিয়া CIDB কার্ডটি চেক করতে চাচ্ছেন, কিন্তু লিংক খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনাদের সুবিধার্থে নিচে জেনে নেওয়া যাক, সরাসরি CIDB চেক করার লিংকটি।

লেখকের শেষ মন্তব্য

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, মালয়েশিয়া CIDB কার্ড চেক করার সহজ উপায়, অ্যাপের মাধ্যমে মালয়েশিয়া CIDB কার্ড চেক করার উপায় এবং ওয়েবসাইটের মাধ্যমে CIDB চেক করার উপায় ইত্যাদি সম্পর্কে। উপরে উল্লেখিত আলোচনাটির মাধ্যমে খুব সহজে যেন, মালয়েশিয়া সিআইডিবি কার্ডটি চেক করতে পারেন, সে বিষয়ে আলোচিত হয়েছে। তারপরেও আপনাদের বুঝতে যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url