ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বেশিরভাগ মানুষ ট্রেনের মাধ্যমে চলাচল করতে চান,
কিন্তু ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে অনেকেই ধারণা রাখেন
না। তাহলে চলুন আজকের এই আর্টিকেলটির মাধ্যমে সময়সূচী সম্পর্কে নিচে জেনে নেওয়া
যাক।
আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনের মাধ্যমে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেনের সময়সূচী, কোন ট্রেনগুলো চলাচল করে এবং ভাড়ার তালিকা সম্পর্কে অনেকেই জানেন না। তাহলে আর দেরি না করে নিচে এই পোস্টের মাধ্যমে জেনে নিতে পারেন।
পোস্ট সূচীপত্রঃ ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেনের সময়সূচী জানতে পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা কোন ট্রেনগুলো চলাচল করে
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা কোন ট্রেনগুলো চলাচল করে, সে সম্পর্কে জানার জন্য
প্রায় অনেকেই গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই
আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে, যে ট্রেনগুলো চলাচল করে এবং সময়সূচী
সম্পর্কে জেনে নিতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা কোন ট্রেনগুলো যাতায়াত
করে, সে সম্পর্কে জানা আপনার জন্য খুবই জরুরী।
কেননা কোন ট্রেনগুলো চলাচল করে সে সম্পর্কে না জানলে আপনি সঠিক সময়ে গন্তব্য যেতে
পারবেন না। তাহলে চলুন নিচে জেনে নেওয়া যাক কোন ট্রেনগুলো চলাচল করে থাকে সে
সম্পর্কে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সমযসূচী ও ভাড়া জানুন।
| ক্রমিক নং | যে ট্রেনগুলো চলাচল করে |
|---|---|
| ০১ | তৃর্ণা এক্সপ্রেস (৭৪১) |
| ০২ | উপকূল এক্সপ্রেস (৭১১) |
| ০৩ | চট্রলা এক্সপ্রেস (৮০১) |
| ০৪ | মহানগর এক্সপ্রেস (৭২১) |
| ০৫ | জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) |
| ০৬ | মহানগর গোধূলি (৭০৩) |
| ০৭ | পারাবত এক্সপ্রেস (৭১০) |
ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেনের সময়সূচী
ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার জন্য প্রায় অনেকেই
ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া
থেকে ঢাকার উদ্দেশ্য আপনারা যারা ভ্রমণ করতে চাচ্ছেন, ট্রেনের সময়সূচী সম্পর্কে
নিচে জেনে নিতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে যদি
সঠিক ধারণা না থাকে। তাহলে আপনার
হাতের মূল্যবান সময় নষ্ট হতে পারে এবং সঠিক সময়ে গন্তব্য পৌঁছানো সম্ভব নাও হতে
পারে। তাহলে চলুন নিচে জেনে নেওয়া যাক ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেনের
সময়সূচী সম্পর্কে। ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া জেনে নিতে পারেন।
| ক্রমিক নং | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
|---|---|---|---|---|
| ০১ | তৃর্ণা এক্সপ্রেস (৭৪১) | ভোর ৩ঃ১০ মিনিটে | ভোর ৫ঃ১৫ মিনিটে | নেই |
| ০২ | উপকূল এক্সপ্রেস (৭১১) | সকাল ৯ঃ১৪ মিনিটে | সকাল ১১ঃ২০ মিনিটে | বুধবার |
| ০৩ | চট্রলা এক্সপ্রেস (৮০১) | সকাল ৯ঃ৫৭ মিনিটে | দুপুর ১২ঃ১০ মিনিটে | শুক্রবার |
| ০৪ | মহানগর এক্সপ্রেস (৭২১) | বিকাল ৮ঃ৩০ মিনিটে | সন্ধ্যা ৬ঃ৪০ মিনিটে | রবিবার |
| ০৫ | জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) | বিকাল ৫ঃ১৩ মিনিটে | সন্ধা ৭ঃ২৫ মিনিটে | বৃহস্পতিবার |
| ০৬ | মহানগর গোধূলি (৭০৩) | সন্ধ্যা ৬ঃ৪৫ মিনিটে | রাত ৮ঃ৫৫ মিনিটে | নেই |
| ০৭ | পারাবত এক্সপ্রেস (৭১০) | রাত ৮ঃ০৮ মিনিটে | রাত ১০ঃ১৫ মিনিটে | মঙ্গলবার |
ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা
ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে জানা আপনাদের জন্য খুবই
জরুরী। কেননা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ট্রেনের ভাড়া সম্পর্কে সঠিক তথ্য যদি
না থাকে, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে চলুন নিচে জেনে নেই
বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের থেকে নির্ধারিত ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেন ভাড়া
সম্পর্কে।
| ক্রমিক নং | আসনের নাম | ভাড়ার তালিকা |
|---|---|---|
| ০১ | শোভন | ১২০ টাকা |
| ০২ | শোভন চেয়ার | ১৫০ টাকা |
| ০৩ | প্রথম সিট | ২৩০ টাকা |
| ০৪ | প্রথম বার্থ | ৩৪০ টাকা |
| ০৫ | স্নিগ্ধা | ২৮৮ টাকা |
| ০৬ | এসি সিট | ৩৪০ টাকা |
| ০৭ | এসি বার্থ | ৫১২ টাকা |
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আপনারা যারা ট্রেনের মাধ্যমে যেতে চাচ্ছেন।
সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনের মাধ্যমে ঢাকা যেতে কত সময় লাগে, সে
সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না। যা এই পোস্টের মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন।
তাহলে চলুন কত সময় লাগে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। নাটোর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া জেনে নিতে পারেন।
- ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ট্রেনের মাধ্যমে যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। তবে ট্রেনের গতি কিংবা যান্ত্রীক ত্রুটির কারণে এই সময় কিছুটা কম বেশি হতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা দূরত্ব কত কিলোমিটার
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ট্রেনের মাধ্যমে আপনারা যারা ভ্রমন করতে চান,
সেক্ষেত্রে দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে জানার জন্য ইচ্ছে পোষণ করেন। তাই
আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ট্রেনের ভ্রমণ করে থাকেন অথচ দূরত্ব কত
কিলোমিটার সে সম্পর্কে জানেন না। এই আর্টিকেলটির মাধ্যমে সহজেই নিচে জেনে নিতে
পারবেন।
- ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার দূরত্ব হচ্ছে ৯৭.৭ কিলোমিটার।
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে সহজেই জানতে পারলেন যে, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যে
ট্রেনগুলো চলাচল করে থাকে, ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেনের সময়সূচী,
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে
ঢাকা যেতে কেমন সময় লাগে ইত্যাদি সম্পর্কে। আপনারা যারা ট্রেনের মাধ্যমে
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যেতে চাচ্ছেন অবশ্যই ট্রেনের ভাড়া এবং সময়সূচী
সম্পর্কে জেনে নেওয়া উচিত। তাহলে আপনাদের যাত্রাপথ শুভকর হতে পারে।

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url