ব্র্যাক ব্যাংক পারসোনাল লোন পাওয়ার উপায়
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন গ্রাহকদের আর্থিক চাহিদা মেটানোর জন্য সহায়তা করে
থাকে। আপনারা যারা ব্র্যাক ব্যাংকের লোন পাওয়ার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন, এই
আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে নিচে জেনে নিতে পারবেন।
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন গ্রাহকরা ভালো পরিমাণ সুবিধা পেয়ে থাকে। বিশেষ করে এই লোনটি জামানত ছাড়া পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি শিক্ষা,চিকিৎসা,বিবাহ এবং ভ্রমণের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। ঋণের ক্ষেত্রে ১ লক্ষ টাকা ২০ পর্যন্ত টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন।
পোস্ট সূচীপত্রঃ ব্র্যাংক ব্যাংক পার্সোনাল লোন জানতে পড়ুন
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন, সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে
সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ
পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন সম্পর্কে যাবতীয়
তথ্যগুলো জেনে নিতে পারবেন। ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন গ্রাহকদের প্রয়োজন
মেটানোর জন্য দেওয়া হয়ে থাকে। এই লোনটি নির্দিষ্ট কোন উদ্দেশ্য ছাড়াই গ্রাহকরা
গ্রহণ করতে পারেন।
উদাহরণস্বরূপ: চিকিৎসা, শিক্ষা,বিবাহ,গৃহসজ্জা ইত্যাদি।তবে এই ঋণটি কোন প্রকার
জামানত ছাড়াই প্রদান করা হয়ে থাকে। তবে অবশ্যই গ্রাহকদের আয় এবং ঋণ পরিশোধের
সামর্থ্যর উপরে ভিত্তি করে এই লোন অনুমোদিত হয়। এছাড়াও বিভিন্ন বহুজাতিক
প্রতিষ্ঠানে চাকরিরত অর্থাৎ কর্পোরেট প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান,
স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যাংকার ইত্যাদি লোনের
জন্য আবেদন করতে পারবেন। প্রশিকা এনজিও লোন কিভাবে পাবেন জানুন।
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার যোগ্যতা
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার জন্য কিছু আবশ্যিক যোগ্যতা লাগবে। যেগুলো
লোনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ব্র্যাক ব্যাংক থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা
লোনের সুবিধা পেতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে লোন পরিশোধের জন্য সঠিক
যোগ্যতাটি থাকতে হবে। তাহলে চলুন ব্র্যাক ব্যাংক থেকে লোন পাওয়ার জন্য কি কি
যোগ্যতা গুলো লাগে সেগুলো নিচে জেনে নেওয়া যাক।
- আপনার বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে
- আপনার মাসিক আয় ২৫ হাজার টাকা বা তার বেশি হতে হবে।
- ব্যবসা প্রতিষ্ঠানের লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- চাকরিজীবীদের পার্সোনাল লোনের ক্ষেত্রে অবশ্যই এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের জন্য যেসব কাগজপত্র লাগবে
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের ক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট
বা কাগজপত্র লাগবে। যেগুলো সম্পর্কে জেনে রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তাহলে চলুন কি কি কাগজপত্র লাগবে সেগুলো সম্পর্কে, এই পোস্টের মাধ্যমে জেনে
নেওয়া যাক। সবচেয়ে কম সুদে লোন দেয় কোন ব্যাংক জানুন।
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
- সেলারি সিটের কপি কিংবা অ্যাপয়েন্টমেন্ট লেটার
- ই-টিন (লোনের পরিমাণ যদি ৫ লক্ষের বেশি হয়)
- আরো অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
ব্র্যাক ব্যাংক লোন সুদের হার
ব্র্যাক ব্যাংক লোন সুদের হার সম্পর্কে জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা
আপনি ব্যাংক থেকে ঋন গ্রহণ করতে চাচ্ছেন, কিন্তু সুদের হার কেমন সে সম্পর্কে
জানবেন না, সেটা আপনার জন্য কেমন হয়ে যায় না? ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের
সুদের হার সাধারণত লোনের পরিমাণের উপরে ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে। তবে সঠিক
তথ্যটি পাওয়ার জন্য অবশ্যই
আপনাকে ব্যাংক শাখাতে যোগাযোগ করাই শ্রেয়। তাহলে চলুন
নিচে ব্র্যাক ব্যাংক সুদের হার সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক।
- ব্র্যাক ব্যাংকের সুদের হারঃ সুদের হার হচ্ছে ৯%। তবে এই সুদের হার সময়ের সাথে সাথে কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন হতে পারে।
- ব্র্যাক ব্যাংক লোনের মেয়াদঃ ব্র্যাক ব্যাংক লোনের ক্ষেত্রে ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত সময় প্রদান করে থাকে। বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক জানুন।
ব্র্যাংক ব্যাংক পার্সোনাল লোন কত টাকা দেয়
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন কত টাকা দেয়, সে সম্পর্কে জানার জন্য অনেকেই
ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়লে, আশা করি
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন কত টাকা দিয়ে থাকে সে সম্পর্কে জেনে নিতে পারবেন।
ব্র্যাক ব্যাংক মানুষের প্রয়োজনীয় পার্সোনাল চাহিদাগুলো মিটিয়ে থাকে। যা ইতিমধ্যে
উপরে জানতে পেরেছেন। তাহলে এখন নিচে জেনে নেই, ব্র্যাক ব্যাংক কত টাকা লোন দিয়ে
থাকে সে সম্পর্কে।
- ব্র্যাক ব্যাংক ঋণ গ্রহিতাদের পার্সোনাল লোনের ক্ষেত্রে ১ লক্ষ থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত দিয়ে থাকে।
ব্র্যাক ব্যাংক লোন সুবিধা
ব্র্যাক ব্যাংক লোনের ক্ষেত্রে আপনি অনেক সুবিধা পাবেন। আপনার স্বপ্নগুলোকে
বাস্তবে রূপদান করতে পারবেন। ব্র্যাক ব্যাংক ঋণের মাধ্যমে আপনি পেশাদার উন্নতি,
ব্যবসায়ী উন্নতি, শিক্ষায় অগ্রগতি করতে পারবেন। এছাড়াও আরো অনেক উন্নতি করতে
পারবেন। নিচে ব্র্যাক ব্যাংক লোনের সুবিধাগুলো উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- ঋণের পরিমাণঃ আপনি ব্র্যাক ব্যাংক থেকে কোন জামানত ছাড়াই সর্বনিম্ন ১ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আপনার প্রয়োজনীয় চাহিদাগুলো এই টাকার মাধ্যমে মেটাতে পারবেন।
- কোন মুদ্রাস্ফীতি প্রয়োজন নেইঃ ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোনের ক্ষেত্রে আপনার কোনো মুদ্রাস্ফীতি সরবরাহের প্রয়োজন পড়বে না এবং সুদের হার বৃদ্ধি থেকে মুক্ত থাকবেন।
- লোন পরিশোধের সহজ উপায়ঃ ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন পরিষদের জন্য আপনি ১২ মাস থেকে সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত ঋণ পরিশোধের সময় পাবেন।
- সুদের হারঃ ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোনের সুদের হার হয়ে থাকে ৯%। ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানুন।
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের আবেদন
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের জন্য আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন।
সেক্ষেত্রে আপনারা মাসিক আয় এবং প্রাসঙ্গিক কিছু তথ্য দিয়ে আপনার লোনের পরিমাণ
নির্ধারণ করতে পারবেন। লোনের ক্ষেত্রে সরাসরি ব্যাংক শাখাতে গিয়ে যাবতীয়
তথ্যগুলো জেনে এবং আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে ফরম পূরণ করে আবেদন করতে পারেন।
আশা করি বুঝতে পেরেছেন।
ব্র্যাক ব্যাংকের শাখাসমূহ
ব্র্যাক ব্যাংকের কোন জেলায় কোথায় কোথায় শাখা রয়েছে, সে সম্পর্কে অনেকেই জানার
আগ্রহ প্রকাশ করেন। চলুন সেসকল জেলার শাখার নাম,
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে
আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে। ব্যাংক একাউন্ট ট্রান্সফার করার দরখাস্ত জানুন।
- বাগেরহাট - বাগেরহাট এসএমই শাখা
- বরিশাল - বরিশাল শাখা
- ভোলা - ভোলা শাখা
- বগুড়া - বগুড়া শাখা
- ব্রাহ্মণবাড়িয়া - ব্রাহ্মণবাড়িয়া এসএমই শাখা
- চাঁদপুর - চাঁদপুর এসএমই শাখা
- চাঁদপুর - হাজীগঞ্জ শাখা
- চাঁপাই নবাবগঞ্জ - চাঁপাইনবাবগঞ্জ এসএমই শাখা
- চট্টগ্রাম - আগ্রাবাদ শাখা
- চট্টগ্রাম - বহদ্দারহাট এসএমই শাখা
- চট্টগ্রাম - সিডিএ এভিনিউ শাখা
- চট্টগ্রাম - কক্সবাজার শাখা
- চট্টগ্রাম - হালিশহর শাখা
- চট্টগ্রাম - কাজীর দেউরি শাখা
- চট্টগ্রাম - লোহাগড়া এসএমই শাখা
- চট্রগ্রাম - মোমিন রোড শাখা
- চট্টগ্রাম - মুরাদপুর শাখা
- চট্টগ্রাম - পটিয়া শাখা
- চট্টগ্রাম - সীতাকুণ্ড শাখা
- চুয়াডাঙ্গা - চুয়াডাঙ্গা এসএমই শাখা
- কুমিল্লা - কুমিল্লা এসএমই শাখা
- কুমিল্লা - কুমিল্লা গৌরীপুর এসএমই শাখা
- কুমিল্লা - ঝাউতলা শাখা
- কক্সবাজার - চকরিয়া এসএমই শাখা
- কক্সবাজার - কক্সবাজার শাখাঢা
- ঢাকা - আছাদগেট শাখা
- ঢাকা - ঢাকা আশকোনা শাখা
- ঢাকা - বনানী শাখা
- ঢাকা - বনশ্রী শাখা
- ঢাকা - বসুন্ধরা শাখা
- ঢাকা - দক্ষিণ খান শাখা
- ঢাকা - ডেমরা এসএমই শাখা
- ঢাকা - দোহার শাখা
- ঢাকা - ডোনিয়া শাখা
- ঢাকা - এলিফ্যান্ট রোড শাখা
- ঢাকা - ইস্কাটন শাখা
- ঢাকা - গণকবাড়ি শাখা
- ঢাকা - গ্রাফিক্স বিল্ডিং শাখা
- ঢাকা - গুলশান শাখা
- ঢাকা - গুলশান উত্তর শাখা
- ঢাকা - হাজারীবাগ এসএমই শাখা
- ঢাকা - ইমামগঞ্জ শাখা
- ঢাকা - ইসলামপুর শাখা
- ঢাকা - কেরানীগঞ্জ শাখা
- ঢাকা - মান্দা শাখা
- ঢাকা - মিরপুর শাখা
- ঢাকা - মগবাজার শাখা
- ঢাকা - মতিঝিল শাখা
- ঢাকা - নাটুন বাজার শাখা
- টাকা - নবাবগঞ্জ শাখা
- ঢাকা - নওয়াবপুর শাখা
- ঢাকা - রামপুরা শাখা
- ঢাকা - রোকেয়া সরণি শাখা
- ঢাকা - সাত মসজিদ রোড শাখা
- ঢাকা - সাভার শাখা
- ঢাকা - শ্যামলী শাখা
- ঢাকা - শ্যামপুর এসএমই শাখা
- ঢাকা - উত্তরা শাখা
- ঢাকা - জিনজিরা শাখা
- দিনাজপুর - দিনাজপুর এসএমই শাখা
- ফরিদপুর - ভাঙ্গা এসএমএস শাখা
- ফরিদপুর - ফরিদপুর এসএমই শাখা
- ফেনি - ফেনী এসএমই শাখা
- ফেনী - সোনাগাজী শাখা
- গাইবান্ধা - গোবিন্দগঞ্জ এসএমই শাখা
- গাজীপুর - বোর্ড বাজার শাখা
- গাজীপুর - গাজীপুর এসএমই শাখা
- গাজীপুর - জয়দেবপুর শাখা
- গাজীপুর - কোনাবাড়ী এসএমই শাখা
- গাজীপুর - টঙ্গী শাখা
- গোপালগঞ্জ - গোপালগঞ্জ এসএমই শাখা
- হবিগঞ্জ - হবিগঞ্জ শাখা
- হবিগঞ্জ - নবীগঞ্জ শাখা
- জামালপুর - জামালপুর শাখা
- যশোর - বেনাপোল এসএমই শাখা
- যশোর - যশোর শাখা
- যশোর - নোয়াপাড়া শাখা
- ঝালকাঠি - ঝালকাঠি এসএমই শাখা
- ঝিনাইদহ - ঝিনাইদহ এসএমই শাখা
- জয়পুরহাট - জয়পুরহাট এসএমই শাখা
- খুলনা - বড়বাজার শাখা
- খুলনা - খুলনা শাখা
- কিশোরগঞ্জ - ভৈরব শাখা
- কিশোরগঞ্জ - কিশোরগঞ্জ এসএমই শাখা
- কুষ্টিয়া - কুষ্টিয়া এসএমই শাখা
- লক্ষ্মীপুর - লক্ষ্মীপুর এসএমই শাখা
- লক্ষীপুর - রায়পুর শাখা
- মাদারীপুর - মাদারীপুর এসএমই শাখা
- মাগুর - মাগুরা এসএমই শাখা
- মানিকগঞ্জ - মানিকগঞ্জ শাখা
- মৌলভীবাজার - মৌলভীবাজার শাখা
- মুন্সিগঞ্জ - মুন্সিগঞ্জ শাখা
- ময়মনসিংহ - মুক্তাগাছা এসএমই শাখা
- ময়মনসিংহ - ময়মনসিংহ শাখা
- নওগাঁ - নওগাঁ এসএমই শাখা
- নারায়ণগঞ্জ - আড়াই হাজার এসএমই শাখা
- নারায়ণগঞ্জ - ভুলতা এসএমই শাখা
- নারায়ণগঞ্জ - নারায়ণগঞ্জ শাখা
- নারায়ণগঞ্জ - নেতাইগঞ্জ এসএমই শাখা
- নারায়ণগঞ্জ - সোনারগাঁও শাখা
- নরসিংদী - ঘোড়াষাল শাখা
- নরসিংদী - মাধবদী শাখা
- নরসিংদী - মনোহরদী শাখা
- নরসিংদী - নরসিংদী এসএমই শাখা
- নাটোর - নাটোর শাখা
- নেত্রকোনা - নেত্রকোনা এসএমই শাখা
- নীলফামারীর - সৈয়দপুর শাখা
- নোয়াখালী - চৌমুহনী শাখা
- নোয়াখালী - মাইজদী এসএমই শাখা
- পাবনা - ইশ্বরদী শাখা
- পাবনা - পাবনা এসএমই শাখা
- পঞ্চগড় - পঞ্চগড় এস এম ই শাখা
- পটুয়াখালী - পটুয়াখালী শাখা
- পিরোজপুর - পিরোজপুর এস এম ই শাখা
- পিরোজপুর - স্বরুপ কাঠি এসএমই শাখা
- রাজবাড়ী - রাজবাড়ী এস এম ই শাখা
- রাজশাহী - রাজশাহী শাখা
- রংপুর - রংপুর শাখা
- সাতক্ষীরা - সাতক্ষীরা শাখা
- শেরপুর - শেরপুর এসএমই শাখা
- সিরাজগঞ্জ - বেলকুচি শাখা
- সিরাজগঞ্জ - শাহজাদপুর এস এম ই শাখা
- সিরাজগঞ্জ - সিরাজগঞ্জ এসএমই শাখা
- সিলেট - বিয়ানীবাজার শাখা
- সিলেট - বিশ্বনাথ শাখা
- সিলেট - গোয়ালা বাজার শাখা
- সিলেট - দক্ষিণ সুরমা এফএমই শাখা
- সিলেট - সিলেট শাখা
- সিলেট - উপশহর শাখা
- সিলেট - জিন্দাবাজার শাখা
- টাঙ্গাইল - ঘাটাইল এস এম ই শাখা
- টাঙ্গাইল - টাঙ্গাইল শাখা
- ঠাকুরগাঁও - ঠাকুরগাঁও এস এম ই শাখা
লেখকের শেষ মন্তব্য
উপরের আলোচিত অংশটুকু থেকে জানতে পারলেন যে, ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন,
ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার যোগ্যতাগুলো কি, ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে
কি কি কাগজপত্র লাগে, ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন কত টাকা দিয়ে থাকে, সুদের
হার কেমন এবং সুবিধাগুলো কি কি ইত্যাদি সম্পর্কে। আপনার ব্র্যাক ব্যাংক থেকে লোন
নিতে চাচ্ছেন, উপরে উল্লেখিত আলোচ্য অংশটুকু পড়ে সহজেই বুঝতে পেরেছেন কিভাবে
ব্যাংক থেকে সহজেই লোন নিতে পারবেন সে সম্পর্কে।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url