বিমানের টিকিট কাটার নিয়ম এবং অনলাইনে বিমানের টিকিট চেক
বিমানের টিকিট কাটার নিয়ম এবং কিভাবে অনলাইনের মাধ্যমে কিভাব বিমানের টিকিট চেক করা যায়। সে সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষ ধারণা রাখেনা। যা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন। নিচে যাবতীয় তথ্যগুলো জানতে পড়ুন।
বর্তমানে ইন্টারনেটের যুগে প্রায় সকল কাজ অনলাইন ভিত্তিক হয়ে গেছে। আপনি
ইন্টারনেটের সুবাদে ঘরে বসেই বিমানের টিকিট কাটার নিয়ম, অনলাইনের মাধ্যমে বিমানের টিকিট চেক এবং ভ্রমণের
জন্য আপনার ফ্লাইট বুকিং করতে পারবেন। যা এই পোস্টে নিচে আলোচিত হয়েছে।
পোস্ট সূচীপত্রঃ বিমানের টিকিট কাটার নিয়ম জানতে পড়ুন
অনলাইনে বিমানের টিকিট চেক করার নিয়ম
অনলাইনে বিমানের টিকিট চেক করার জন্য আপনাকে প্রথমে আপনার হাতের স্মার্টফোন কিংবা কম্পিউটার বা
ল্যাপটপ যেকোনো একটা লাগবে। এবং ক্রম ব্রাউজারে গিয়ে "বিমান বাংলাদেশ এয়ারলাইন্স" লিখে সার্চ
দিতে হবে। দেখবেন উপরে একটি অফিসিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে। তবে ওয়েবসাইটে অনেকগুলো
অপশন থাকবে। আপনি যদি আপনার ক্রয়
করা টিকিট যাচাই করতে চান, তাহলে আপনাকে
Modify Trip এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। Modify Trip অপশনে
ক্লিক করার পর, আপনার কয়েকটা তথ্য চাইবে। আপনি যদি সেই তথ্যগুলো দিয়ে পূরণ করে
সার্চ করেন, তাহলে আপনার টিকিট দেখানো হবে।
আপনাদের আরো ভালোভাবে বোঝার জন্য, নিচে কিছু ধাপ আলোচনা করছি পড়তে থাকুন।
- আপনি যে কোনো সার্চ ইঞ্জিন থেকে "বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের" ওয়েবসাইট ভিজিট করে নিন। সেটা বুঝতে যদি আপনার সমস্যা হয় তবে আপনি https://www.biman-airlines.com/ এই ঠিকানায় প্রবেশ করতে পারেন বা ভিজিট করতে পারেন।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইটটি ঠিক নিচের ছবির মত দেখা যাবে।
- এরপর আপনাকে ওখান থেকে Modify Trip এ গিয়ে ক্লিক করতে হবে।
- এখন আপনাকে ৬ অক্ষরের Pnr code দিতে হবে।
- তারপরে আপনার নামের প্রথম অংশ কিংবা শেষের অংশ লিখে দিতে হবে।
- তারপর আপনি সার্চ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন, আপনার সামনে ওই টিকিট সম্পর্কিত সকল যাবতীয় তথ্য দেখানো হবে।
এভাবেই বিমানের টিকিট চেক করতে হয়, আশা করি এ সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আপনারা যদি
বিমানের ওয়েবসাইট চেক-ইন করার নিয়ম সম্পর্কে জানতে চান তবে নিচে পড়তে পারেন।
বিমানের ওয়েব চেক-ইন করার নিয়ম
বিমানের ওয়েব চেক-ইন করা ভ্রমণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটি এমন একটি
প্রক্রিয়ার যার মাধ্যমে আপনি বিমানের টিকিটের ধারক ওয়েবসাইট বা আপনি মোবাইল
অ্যাপ ব্যবহার করে, তার বৃত্তান্ত তথা আপনার যাবতীয় সকল তথ্য প্রবেশ করে এবং
আপনার সিট সংক্রান্ত আবশ্যিক বিষয়গুলো সেট করবে। আপনার যদি টিকিটে কোনো প্রকার
ভুল থাকে, আপনি এই
প্রক্রিয়ার মাধ্যমে চেক করে সংশোধন করে নিতে পারবেন খুব
সহজেই। প্রিয় পাঠক চলুন জেনে নেওয়া যাক, বিমানের ওয়েব চেক-ইন করার নিয়ম
সম্পর্কে।
- প্রথমে আপনাকে https:// www.biman-airlines.com/#check-in এই ঠিকানাতে ভিজিট করতে হবে।
- আপনি ২ ভাবে বিমানের ওয়েব চেক-ইন করতে পারবেন। একটি হচ্ছে PNR নাম্বার দিয়ে এবং অন্যটি হচ্ছে টিকিট নাম্বার দিয়ে। তবে আপনাকে যে কোন একটি সিলেক্ট করতে হবে।
- সেক্ষেত্রে আপনি যদি PNR নাম্বার দিয়ে করতে চান তবে ৬ সংখ্যার PNR code লিখে দিতে হবে। এরপর আপনার নামের প্রথম অংশটি অবশ্যই দিতে হবে।
- টিকিট নাম্বার দিয়ে চেক করতে চাইলে আপনার টিকিটের নাম্বারটি লিখতে হবে। আপনি যে টিকিট ক্রয় করেছেন সেই টিকিটের দেওয়া নাম্বারটি ব্যবহার করতে হবে। এরপর আপনার নামের অংশটি লিখতে হবে।
- এখন আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে
তবে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, ডোমেস্টিক ফ্লাইটে ৩ ঘন্টা আগে এবং
ইন্টারন্যাশনাল ফ্লাইটের ৪ ঘন্টা আগেই ওয়েব check-in বন্ধ করে দেওয়া হয়।
আপনাকে এই সময়ের আগেই ওয়েব চেক-ইন করতে হবে। এই সময়টি পার হয়ে গেলে চেক-ইন
অপশনটি বন্ধ থাকবে। নিচে অনলাইনের অগ্রিম টিকিট চেক করার নিয়ম সম্পর্কে জানতে
পড়ুন।
অনলাইনে অগ্রিম টিকিট চেক করার নিয়ম
অনলাইনে বিমানের টিকিট চেক কিভাবে অগ্রিম করবেন সে সম্পর্কে আপনারা প্রায় অনেকেই ধারণা রাখেন না। ভ্রমণ করার ক্ষেত্রে আপনাকে অবম্যই টিকিট বুকিং দিতে হবে। আপনার যদি কোনো জরুরী প্রয়োজনের জন্য ইমারজেন্সি টিকিট না পান, তখন সাধারণত অগ্রিম টিকিট কাটতে হয়। আপনি চাইলে
"বিমান বাংলাদেশ এয়ারলাইন্স" টিকেট বুকিং
অপশন এ গিয়ে আপনার অগ্রিম টিকিট কাটতে
পারবেন। সেক্ষেত্রে আপনাকে সার্চ করে দেখতে হবে টিকিট পাওয়া যাবে কিনা। আপনি যদি
বিমানের টিকিট পান অনলাইনে চেক করতে পারবেন। এজন্য আপনাকে Book Flight অপশনে
গিয়ে ক্লিক করতে হবে।
বিমানের টিকিট কাটার নিয়ম
বিমানের টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন, যা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন। আপনার উপরে ইতিমধ্যে জেনেছেন অনলাইনে বিমানের টিকিট চেক করার নিয়ম সম্পর্কে এখন জানবেন
অনলাইনে কিবাবে বিমানের টিকিট কাটা যায় তার নিয়ম সম্পর্কে। আপনি যদি অনলাইনের
মাধ্যমে বিমানের
টিকিট কাটতে চান তবে যে কোন ব্রাউজারের এড্রেসবারে গিয়ে
Biman Bangladesh Airlines লিখে সার্চ দিতে হবে। এরপর আপনি সার্চ করার পর
প্রথম ওয়েবসাইটের প্রবেশ করতে হবে। আপনি একই নিয়মের মাধ্যমে যেকোনো দেশের
এয়ারলাইন্স থেকে বিমানের টিকিট কাটতে পারবেন।উদাহরণ হিসেবে, আপনি যদি সৌদিও বিমানের টিকিট কাটতে চান
সেক্ষেত্রে ব্রাউজার এর
এড্রেস বারে আপনাকে Saudi Airlines লিখে সার্চ করতে হবে। আপনি দেখবেন ফার্সির
রেজাল্টের প্রথমেই Saudi Airlines এর প্রথম ওয়েবসাইটটি চলে আসছে। না আপনি খুব
সহজে সৌদি আরবের বিমানের টিকিট কাটতে পারবেন। নিয়মটি প্রায় সব দেশের জন্যই একই থাকবে। আপনি যখন বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন মেনুবার থেকে
Book Flight অপশনে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাবেন নিচের
এই তিনটি অপশন।
- One way
- Round-Trip
- Multi-city
- শুধুমাত্র যাওয়ার টিকিটের মানে হচ্ছে One way
- সহজ ভাষাতে আপনার বিদেশে যাওয়া এবং আসার টিকিটের মানে হচ্ছে Round-trip
- Multi-city টিকিটের মানে হল শুধু এক দেশ নয় অধিক দেশে যাতায়াত। উদাহরণ হিসেবে যদি বলা যায়, ধরুন আপনার ব্যাংককে রয়েছেন তারপর যাবেন বেলজিয়ামে।
আপনি যদি অনেকগুলো রাষ্ট্রে যাতায়াত করতে চান তাহলে আপনি Round-trip অথবা
multi-city টিকিট কাটতে পারেন, কেননা এই টিকিট তুলনামূলকভাবে কম দামে পেতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি আলাদা আলাদা দেশ থেকে টিকিট কাটেন অভিষেকের টিকিটের দাম একটু
বেশি পড়বে।টিকিট কাটার ক্ষেত্রে, ধরুন আপনি সৌদি আরব যেতে চাচ্ছেন। তাহলে
One way
অফশনটি ক্লিক করে টিকিট কাটা আপনার continue করতে হবে। তারপর আপনি Flying fron অফশনটিতে গিয়ে কোন জায়গা থেকে
Take off করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। উদাহরণস্বরুপ ধরুন আপনি,
Dhaka
থেকে Flying to আপনি কোন দেশে যেতে চাচ্ছেন। সে দেশটির সিলেক্ট করতে হবে।
যেমনঃ মালয়েশিয়া, সৌদি আরব, ব্যাংকক দক্ষিণ কোরিয়া ইত্যাদি।
তবে আপনি যদি
Dhaka থেকে শুধুমাত্র কক্সবাজার যেতে চান সেক্ষেত্রে
Flying from হবে। Depart date এ আপনি কত তারিখে যেতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। তারপর Passenger ঘরে যাত্রীর সংখ্যাটি উল্লেখ করে সিলেক্ট
করতে হবে। Default ভাবে সাধারণত ১ জন প্যাসেঞ্জার দেওয়া থাকবে। আপনি যদি
একের অধিক ব্যক্তিকে নিয়ে একসাথে যাত্রা করতে চান, তবে সেক্ষেত্রে দুই তিন বা
চারজন সিলেট করতে হবে।
অনলাইনে বিমানের টিকিট ক্যাটাগরি নির্বাচন
অনলাইনে বিমানের টিকিট কেনার ক্ষেত্রে আপনি class অফশনটিতে তিনটি ক্যাটাগরি
দেখতে পাবেন। ক্যাটাগরি তিনটি নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- Economic
- Premium economy
- Business
আপনার পছন্দের Class টি বেছে নিতে পারেন। আপনি যখন Class টি বেছে নিবেন
তখন Show Flights অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার ফলে আপনার
টিকিট মূল্য তালিকা ও বিস্তারিত তথ্য দেখতে পাবেন। উদাহরণ হিসেবে, আপনার টিকিটের
দাম,বিমানের নম্বর এবং এয়ারলাইন্স ইত্যাদি।
বিস্তারিত দেখার পর ইচ্ছেমত যেকোনো একটটি Class Choose করে
Select বাটনে ক্লিক করতে পারেন। এরপর পরবর্তী স্টেপ
Review your flight selection পৌঁছে যাবেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে Continue to passenger বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি পরবর্তী ধাপে
পৌঁছে যাবেন।
এরপর আপনাকে passenger যে পার্সোনাল তথ্যগুলো দিতে হবে সেগুলো হচ্ছে
- Title
- Given name
- Surname
- Date of birth
- Gender
- Email address
- Phone number
- Travel document
- Travel document number
- Document Issuing country
- Date of expire
- Nationality
তবে তথ্যগুলো আপনার পাসপোর্টের আলোকে দিতে হবে এরপর নিচে Continue to seat
selection ক্লিক করতে হবে। এরপর আপনি নতুন একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনার
সিট লিস্টগুলো সহজেই দেখতে পাবেন। সবুজ মার্ক করা সিট গুলো দেখলে বুঝবেন শীতগুলো
Available আছে। আপনি সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সিটগুলো বেছে নিতে পারবেন
সেক্ষেত্রে Continue to extras বাটনে ক্লিক করুন।
বিমানের টিকিটের টাকা পেমেন্ট করার নিয়ম
বিমানের টিকিটের টাকা পেমেন্ট করতে আপনাকে Continue to payment অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর সহজেই আপনি অনেকগুলো পেমেন্ট অপশন দেখতে পাবেন। উদাহরণস্বরুপ হিসেবে, Bkash,Nagad, Credit Card, Master Card ইত্যাদি। আপনি যে
কোন একটি পেমেন্ট অপশন বেছে নিবেন পেমেন্ট এড্রেস দিয়ে। এরপর আপনাকে বিমান
এয়ারলাইন্স এর Terms and Condition
সিলেক্ট করে Continue
to purchase বাটনে গিয়ে ক্লিক করে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে।আপনার যখন পেমেন্ট করা হয়ে যাবে সাথে সাথে আপনার জিমেইলে টিকিটের পিডিএফ কপি চলে
যাবে। সেটি আপনি চাইলে ডাউনলোড বা প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।আশা করি
অনলাইনে বিমানের টিকিটের টাকা পেমেন্ট করার নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন। তবে
আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় দয়া করে কমেন্টে আমাদের জানাবেন।
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, অনলাইনে বিমানের টিকিট চেক ও বিমানের
টিকিট কাটার নিয়ম,বিমানের ওয়েব চেক-ইন করার নিয়ম,আয়না বিমানের অগ্রিম টিকিট
কাটার নিয়ম, অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম, অনলাইনে বিমানের টিকিট
ক্যাটাগরি, বিমানের টিকিটের টাকা পেমেন্ট করার নিয়ম ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। পুরো আর্টিকেলটি পড়ে
আপনাদের বুঝতে যদি কোন সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই আমাদের কয়েন বক্সে কমেন্ট
করে জানাবেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url