ঢাকা টু টেকনাফ বাস ভাড়া এবং সময়সূচী ২০২৫

ঢাকা টু টেকনাফ বাস ভাড়া এবং সময়সূচী সম্পর্কে আপনি প্রায় অধিকাংশ মানুষ জানতে চান? কিন্তু সঠিক তথ্যটি পান না। আজকে এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে জানাবো ঢাকা টু টেকনাফ সড়ক পথে বাস চলাচলের সময়সূচী এবং ভাড়ার তালিকায় সম্পর্কে।
ঢাকা টু টেকনাফ বাস ভাড়া এবং সময়সূচী সম্পর্কে জানেন প্রায় অধিকাংশ মানুষ জানে না। তাই এ সম্পর্কে জানার জন্য অনেক ইন্টারনেটে সার্চ করে থাকেন। আজকে আমরা এ পোষ্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো, ঢাকা থেকে টেকনাফ সড়ক পথে যে বাসগুলো চলাচল করে তাদের ভাড়ার তালিকা এবং সময়সূচী সম্পর্কে।

পোস্ট সূচীপত্রঃ ঢাকা টু টেকনাফ বাস ভাড়া জানতে পড়ুন

কক্সবাজারের টেকনাফ নিয়ে কিছু কথা

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কক্সবাজার জেলার অন্তর্গত  একটি উপজেলা হচ্ছে টেকনাফ। কক্সবাজার চট্টগ্রাম বিভাগে অবস্থিত। আমাদের বাংলাদেশে যতগুলো সৌন্দর্যতম স্থান রয়েছে টেকনাফ তার মধ্যে অন্যতম। টেকনাফে ভ্রমণ করার জন্য বাংলাদেশের মানুষ সহ বিদেশি পর্যটকরাও ভ্রমণ করতে আসেন এবং টেকনাফের সৌন্দর্য উপভোগ করেন। প্রতিবছর টেকনাফ দেখার জন্য 

প্রায় অধিকাংশ মানুষ সড়ক পথে যাত্রা করে থাকে। আপনি চাইলে ঢাকা থেকে টেকনাফ বেশ কয়েকটি মাধ্যমে সহজেই পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি চান বিমানের মাধ্যমে কিংবা মাইক্রো অথবা ট্রেন ব্যবহার করে আপনি খুব সহজে ঢাকা থেকে টেকনাফ যেতে পারবেন। তবে আপনি যদি অল্প খরচে এবং কোন সময়ে টেকনাফ যেতে চান, তাহলে আপনি ভালো বাসে করে টেকনাফ যেতে পারেন। ঢাকা থেকে টেকনাফ 

যাওয়ার জন্য সড়কপথে অসংখ্য পরিমাণ বাস চলাচল করছে। যে বাসগুলো সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে সেই বা বাসগুলো সম্পর্কে আমরা জানবো। নিচে ঢাকা টু টেকনাফ বাস ভাড়া এবং সময়সূচী যে বাসগুলো  ঢাকা টু কক্সবাজার যায় সেগুলো জানতে পড়ুন।

যে বাসগুলো ঢাকা টু টেকনাফ যায়

  • হানিফ এন্টারপ্রাইজ  
  • সেঁজুতি ট্রাভেলস
  • সেন্টমার্টিন ট্রাভেলস 
  • রিলাক্স ট্রান্সপোর্ট 
  • শ্যামলী পরিবহন 
  • সৌদিয়া service 

আপনি যদি ঢাকা থেকে টেকনাফ বাসের মাধ্যমে জেতে চান সেক্ষেত্রে উপরে উল্লেখিত বাসগুলোর মাধ্যমে সহজেই যাতায়াত করতে পারবেন। আপনি যদি এই বাসগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেলটি নিচে পড়তে থাকুন। নিচে জেনে নিতে পারেন ঢাকা টু টেকনাফ বাস ভাড়া এবং সময়সূচী সম্পর্কে। 

ঢাকা টু টেকনাফের বাসের সময়সূচী ২০২৫

ঢাকা থেকে টেকনাফ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার সময়সূচী সম্পর্কে ধারণা থাকা উচিত। কেননা আপনি যদি সময়সূচী সম্পর্কে না জানেন বা ধারণা না থাকে, তাহলে বাস কাউন্টারে গিয়ে সঠিক সময়ে পৌঁছাতে পারবেন না। এবং আপনি সঠিক সময়ে গন্তব্য পৌঁছাতে পারবেন না। নিচে ঢাকা টু টেকনাফের সময়সূচী তুলে ধরা হলো। 

  • হানিফ এন্টার প্রাইজ-ছাড়ার সময় রাত ৮:০০ পৌঁছার সময় সকাল ৮:০০
  • সেঁজুতি ট্রাভেলস-রাত ৮:৩০ পৌঁছাবে সকাল ৮:৩০ টা
  • সেন্টমার্টিন ট্রাভেলস- রাত ৯:০০ পৌঁছাবে সকাল ৯:০০টা 
  • রিলাক্স ট্রান্সপোর্ট- রাত ৯:৩০ পৌঁছাবে সকাল ৯:৩০টা 
  • শ্যামলী পরিবহন- রাত ১০:০০ পৌঁছাবে সকাল ১০:০০টা 
  • সৌদিয়া সার্ভিস দিয়ে থাকে - রাত ১০:০০ পৌঁছাবে সকাল ১০:৩০

সর্বশেষ আপডেট অনুযায়ী উল্লেখিত পাশের সময়সূচি গুলো তুলে ধরা হয়েছে। তবে কর্তৃপক্ষ যদি চায় যেকোনো সময় সময়সূচী পরিবর্তন করতে পারে। নিচে ঢাকা টু টেকনাফের বাস ভাড়া জানুন।

ঢাকা টু টেকনাফের বাস ভাড়া ২০২৫

  • হানিফ এন্টারপ্রাইজ-১২৫০ টাকা
  • আপনি যদি ট্রাভেলস -১২০০ টাকা
  • মার্টিন ট্রাভেলস -১২০০ টাকা 
  • রিলাক্স ট্রান্সপোর্ট -১৩০০ টাকা
  • শ্যামলী পরিবহন -১৩০০ টাকা
  • সৌদিয়া সার্ভিস -১২৫০ টাকা

প্রিয় বন্ধুগণ আপনি যদি ঢাকা থেকে টেকনাফে সড়ক পথে  যেতে চান, তবে আপনার পছন্দের বাসটি বাছাই করুন। বাস বাছাই করে টিকিট কেটে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান। তবে কিছু কিছু বিষয় লক্ষ্য করতে হবে যে, যেমন আপনি উচ্চ আরামদায়ক সিট পেতে চান তাহলে টাকা একটু বেশি খরচ করতে হবে। ঢাকা থেকে টেকনাফের উদ্দেশ্যে যাওয়া আপনার যাত্রা শুভ হোক।

ঢাকা থেকে টেকনাফের দূরত্ব কত কিলোমিটার 

ঢাকা থেকে টেকনাফের উদ্দেশ্যে যারা যাত্রা করতে চান সেক্ষেত্রে দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে থাকেন। এটা প্রায় সবার কাছেই কমন একটি প্রশ্ন। বর্তমানে ঢাকা থেকে টেকনাফ এসি এবং নন এসি বাস চলাচল করে থাকে। কিন্তু আপনাদের প্রশ্ন হচ্ছে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব কত কিলোমিটার সেই সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে, ঢাকা থেকে টেকনাফ কত কিলোমিটার সে সম্পর্কে জেনে নেই।

  • ঢাকা থেকে টেকনাফের দূরত্ব হচ্ছে ৪৭৩.৩ কিলোমিটার। 

ঢাকা থেকে টেকনাফ বাসে যেতে কত সময় লাগে

ঢাকা থেকে টেকনাফের উদ্দেশ্য আপনারা যারা বাসে ভ্রমণ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে বাসের মাধ্যমে যেতে কত সময় লাগে সে সম্পর্কে অনেকেই জানতে চান। যেহেতু ঢাকা থেকে টেকনাফের দূরত্ব হচ্ছে ৪৪৭.৩ কিলোমিটার, সুতরাং এই পথটি পাড়ি দিতে একটু বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক।তাহলে চলুন কত সময় লাগবে পারে সে সম্পর্কে নিজে জেনে নেই। 

  • ঢাকা থেকে বাসের মাধ্যমে টেকনাফ যেতে সময় লাগবে প্রায় ১০ থেকে ১২ ঘন্টা। তবে এই সময় কিছুটা কমবেশি হতে পারে। 

প্রশ্ন/উত্তর 

ঢাকা থেকে সেন্টমার্টিন সরাসরি যাওয়া যায়? 

  • ঢাকা থেকে সেন্টমার্টিন সরাসরি বাসে যাওয়া যায় না। ঢাকা থেকে সেন্টমার্টিন যাওয়ার ক্ষেত্রে আপনাকে টেকনাফ নামতে হবে তারপর টেকনাফ থেকে জাহাজে সেন্টমার্টিন  যেতে হবে।

ঢাকা টু সেন্টমার্টিন বাস ভাড়া কত?

  • ঢাকা থেকে সেন্টমার্টিন সরাসরি কোনো বাস চালু নেই। আপনাকে টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজে করে যেতে হবে। 

ঢাকা টু টেকনাফ যাত্রায় বাস কতটি স্থানে বিরতি দেয়?

ঢাকা টু টেকনাফ যাত্রায় দুটি স্থানে বিরতি দেয়।

  • কুমিল্লা
  • চট্রগ্রাম        

লেখকের শেষ মন্তব্য  

উপরোক্ত আলোচ্য অংশটুকু থেকে সহজেই জানতে পারলেন যে, ঢাকা থেকে টেকনাফ বাস ভাড়া এবং তার সময়সূচী।কিভাবে সড়কপথে ঢাকা টু টেকনাফ সেরা কয়েকটি বাস যাতায়াত করে তার নাম এবং ভাড়ার তালিকা ও সময়সূচী সম্পর্কে। প্রিয় বন্ধুগণ আপনি যদি কখনো ঢাকা থেকে টেকনাফ যেতে চান তবে উপরে উল্লেখিত বাসগুলো ব্যবহার করতে পারেন। আমার এই পোস্টটি আশা করি বুঝতে পেরেছেন। সম্পর্ণ পোস্ট পড়ার জন্য আপনাদের ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url